• চার দশক আগে ১৯৮০-র ২২ জানুয়ারি ঋষি কাপুর আগ নিতু সিংয়ের চার হাত এক হয়েছিল । তারপর থেকে কখনও আলাদা হননি দু’জনে । কিন্তু জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আলাদা হতেই হল তাঁদের । বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি । তখনও স্বামীর মাথার পাশে ঠায় দাঁড়িয়ে নিতু ।
• ‘জহরলীলা ইনসান’ ছবির সময় সদ্যই ঋষির প্রেম ভেঙেছে । ১৯৭৩ সালে মুক্তি পায় রাজ কাপুরের ‘ববি’ । লিড রোলে ঋষির প্রথম সিনেমা, বিপোরীতে ডিম্পল কাপাডিয়া। ডিম্পল তখন রাজেশ খান্নার ঘরণী । কিন্তু ‘ববি’ মুক্তির পরেই ঋষি আর ডিম্পলের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে । তখনকার বিখ্যাত ফিল্ম ম্যাগাজিন ‘স্টারডাস্ট’-এ সে কথা বড় করে ছাপা হয় । এতেই রাগে, দুঃখে ঋষিকে ছেড়ে চলে যান ইয়াসমিন । তখন নিতুর সাহায্যে ইয়াসমিনের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন ঋষি । তাঁকে টেলিগ্রাম করতে সাহায্য করতেন নিতু ।