অবশেষে শিকে ছিঁড়ল! এ বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সলমন-ক্যাটরিনা

Last Updated:
1/5
• অবশেষে মনে হয় শিঁকে ছিঁড়ল ভাইজানের ৷ ৫৩ বছর বয়সেও গায়ে বিয়ের জল পড়েনি তাঁর  এবার কী তা হলে সেই বহুকাক্ষিত বিয়ে চাক্ষুস করার সুযোগ পাবেন ভাইয়ের ভক্তকূল ?
• অবশেষে মনে হয় শিঁকে ছিঁড়ল ভাইজানের ৷ ৫৩ বছর বয়সেও গায়ে বিয়ের জল পড়েনি তাঁর এবার কী তা হলে সেই বহুকাক্ষিত বিয়ে চাক্ষুস করার সুযোগ পাবেন ভাইয়ের ভক্তকূল ?
advertisement
2/5
• বিয়ের কথা উঠলেই প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল পাত্রী কে? সল্লু ভাইয়ের সঙ্গে ইন্ডাস্ট্রির বহু মহিলার সম্পর্কের কথাই শোনা গিয়েছে ৷ কোনও কোনও প্রেমের জল নাকি বহুদূর গড়িয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বিয়ের মুখ দেখেনি কোনওটাই ৷
• বিয়ের কথা উঠলেই প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল পাত্রী কে? সল্লু ভাইয়ের সঙ্গে ইন্ডাস্ট্রির বহু মহিলার সম্পর্কের কথাই শোনা গিয়েছে ৷ কোনও কোনও প্রেমের জল নাকি বহুদূর গড়িয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বিয়ের মুখ দেখেনি কোনওটাই ৷
advertisement
3/5
• এই মুহূর্তে যদিও সলমনের সঙ্গে সবচেয়ে বেশি চর্চা শোনা যায় য়ুলিয়া ভান্তুর ও ক্যাটরিনা কাইফের নামে ৷ শোনা যাচ্ছে, ‘প্রিয়’ বান্ধবী সেই ক্যাটরিনার গলাতেই নাকি মালা দেবেন ভাইজান ৷ আর সেটা নাকি এ বছরই ৷ তবে সেটি রিয়েল লাইফে নয়, রিল লাইফে ৷
• এই মুহূর্তে যদিও সলমনের সঙ্গে সবচেয়ে বেশি চর্চা শোনা যায় য়ুলিয়া ভান্তুর ও ক্যাটরিনা কাইফের নামে ৷ শোনা যাচ্ছে, ‘প্রিয়’ বান্ধবী সেই ক্যাটরিনার গলাতেই নাকি মালা দেবেন ভাইজান ৷ আর সেটা নাকি এ বছরই ৷ তবে সেটি রিয়েল লাইফে নয়, রিল লাইফে ৷
advertisement
4/5
• এ বছরের জুনে মাসে ইদে আসছে সলমন-ক্যাটরিনার ‘ভারত’ ৷ জানা গিয়েছে, সেখানে নাকি বিয়ের সিকোয়েন্সে অভিনয় করবেন রিয়েল লাইফের দুই লভ বার্ডস ৷
• এ বছরের জুনে মাসে ইদে আসছে সলমন-ক্যাটরিনার ‘ভারত’ ৷ জানা গিয়েছে, সেখানে নাকি বিয়ের সিকোয়েন্সে অভিনয় করবেন রিয়েল লাইফের দুই লভ বার্ডস ৷
advertisement
5/5
• পর্দায় সলমন-ক্যাটের প্রেম দেখতে অভ্যস্থ ভক্তকূল ৷ কিন্তু পর্দায় তাঁদের বিয়েটা কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷
• পর্দায় সলমন-ক্যাটের প্রেম দেখতে অভ্যস্থ ভক্তকূল ৷ কিন্তু পর্দায় তাঁদের বিয়েটা কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷
advertisement
advertisement
advertisement