#মুম্বই : বলিউড ডিভা রেখা (Rekha) নিজের সৌন্দর্য্য ও অভিনয় ক্ষমতার জন্য সকলের খুব পছন্দের৷ নিজের লাস্য, অভিনয়প্রতিভা র জন্য একেবারে সকলের খুব পছন্দের ৷ তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর প্রশ্ন৷ তাঁকে নিয়ে গসিপও (Gossip)প্রচুর ৷ তাঁর নিজের স্বামী -প্রেমিক সব কিছু নিয়ে তাঁকে নিয়ে প্রচুর কথা৷ হত৷ তাঁর বক্তিগত জীবনে তাঁর পরিবারও আসে৷ সেখানেই রয়েছে এক বড় চমক৷ খুব কম লোকই জানেন রেখার আরও ছজন বোন (Rekha Sisters)রয়েছেন৷
রেখার (Rekha)বাবা জেমিনি গণেশন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা৷ জেমিনি তিনটি বিয়ে করেছিলেন৷ তাঁর প্রথম স্ত্রী -র থেকে চারটি মেয়ে রয়েছে৷ দ্বিতীয় স্ত্রী-র থেকে তাঁর দুই মেয়ে রেখা ও রাধা৷ তাঁর তৃতীয় পত্নীর থেকে এক ছেলে সতীশ ও এক মেয়ে রয়েছেন৷ অর্থাৎ রেখার একটি নিজের বোন ও পাঁচটি সৎবোন (Reakha sisters) ও একটি সৎভাই রয়েছে৷