1/ 7


• গত বছর ১৪ নভেম্বর ইতালির লেক কোমো হ্রদের পাশে স্বর্গীয় এক পরিবেশে গাঁটছড়া বেঁধেছিলেন এই মুহূর্তে বলিউডের অন্যতম হট সেলিব্রিটি জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷
2/ 7


• দেখতে দেখতে একটা বছর অতিক্রান্ত ৷ প্রথম বিবাহবার্ষিকীতে নিজেদের মতো করে সময় কাটানোর পরিকল্পনা করেছেন এই লভ বার্ডস ৷
5/ 7


• তাই সঙ্গে ছিলেন পাড়োকন ও সিং পরিবারও ৷ রণবীরের বাবা-মা, দিদি ও দীপিকার বাবা-মা, বোন সকলেই উপস্থিত ছিলেন ৷
6/ 7


• দীপিকার পরনে ছিল লাল টুকটুকে ভারী কারুকার্য করা বেনারসী শাড়ি, সঙ্গে মানানসই টেম্পল জুয়েলারি ৷