

• বয়স তাঁর ৫০ ছুঁইছুঁই । কিন্তু মন্দিরা বেদিকে দেখলে সদ্য যৌবনে পা দেওযা তরুণীদেরও হিংসা হতে বাধ্য । নিজের উপস্থিতিতে সর্বদাই চিরউজ্জ্বল, চিরযৌবনা তিনি । সুন্দরী, তন্বী, স্বপ্রতিভ, আকর্ষণীয় । আর সে কারণেই তাঁর উপস্ছিতি সবসময়ই নজরকাড়া। ছবি: ইনস্টাগ্রাম


• মন্দিরা বেদির বয়স ৪৮ । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ফের মা হয়েছেন তিনি । নতুন সদস্যের আগমণে দারুণ খুশি নায়িকা-সঞ্চালিকা মন্দিরা । খুদেকে নিয়ে ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । ছবি: ইনস্টাগ্রাম


• তবে বায়োলজিক্যালি সন্তানের জন্ম দেননি মন্দিরা । দত্তক নিয়েছেন একটি শিশুকন্যাকে । ছবি: ইনস্টাগ্রাম


• মন্দিরা ও তাঁর স্বামী অভিনেতা রাজ কৌশলের একটি ছেলে রয়েছে । বীরের বয়স এখন আট বছর । অনেকদিন ধরেই একটি শিশুকন্যাকে দত্তক নিতে চাইেন তাঁরা । অবশেষে এ বছরের জুলাই মাসেই মিষ্টি সদস্যটি এসেছে তাঁদের সংসারে । ছবি: ইনস্টাগ্রাম


• গত নভেম্বর মাসে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মন্দিরা জানিয়েছিলেন, আড়াই থেকে চার বছরের মধ্যে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা তাঁদের অনেকদিনের । বীরের জন্য একটা বোন দরকার । এমনকি সেই মেয়ের নামও আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তাঁরা । ছবি: ইনস্টাগ্রাম


• সেই মতো পুঁচকের নাম দেওয়া হয়েছে তারা বেদি কৌশল । সোশ্যাল মিডিয়া পোস্টে চার সদস্যের গোটা পরিবারই ম্যাচিং করে পরেছিল সাদা পোশাক । একেবারে মধ্যমণি হয়েছিল তারা । চকচকে উজ্জ্বল চোখ, স্মিত হাসি আর মাথায় ছোট্ট ছোট্ট ২টো ঝুঁটি । ছবি: ইনস্টাগ্রাম