হোম » ছবি » বিনোদন » মাকে বলা হয়েছে ফিল্ম পেতে গেলে মেয়েকে শরীর দিতে হবে,' বাধ্য হয়েছি অভিনয় ছাড়তে ...

মাকে বলা হয়েছে ফিল্ম পেতে গেলে মেয়েকে শরীর দিতে হবে,' বাধ্য হয়েছি অভিনয় ছাড়তে ...

  • Bangla Editor

  • 15

    মাকে বলা হয়েছে ফিল্ম পেতে গেলে মেয়েকে শরীর দিতে হবে,' বাধ্য হয়েছি অভিনয় ছাড়তে ...

    মিটু নিয়ে চর্চা চলছেই ৷ অনেক অভিনেত্রীই আঙুল তুলেছেন অনেক অভিনেতা-পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে ৷ এরফলে সামনে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অজানা তথ্যই ৷ অনেক অভিনেত্রী বা মহিলা কলাকুশলী কী পরিমাণ অপমান বা চূড়ান্ত জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেটা বোঝা গিয়েছে ৷ এবার সামনে এল আরও এক অভিনেত্রীর বেদনাদায়ক কাহিনি ৷ দাপুটে অভিনেত্রী হওয়া সত্ত্বেও অভিনেয় থেকে সরে যেতে হয়েছে তাঁকে ৷ Photo Collected

    MORE
    GALLERIES

  • 25

    মাকে বলা হয়েছে ফিল্ম পেতে গেলে মেয়েকে শরীর দিতে হবে,' বাধ্য হয়েছি অভিনয় ছাড়তে ...

    মালায়লাম ছবির অভিনেত্রী কানি কুসরাতি এবার এনেছেন মিটু-র অভিযোগ ৷ এবং তাঁর অভিযোগ খুবই গুরত্বর ৷ তিনি বলছেন যে পরিচালকরা তাঁর সঙ্গে শারীরিক মিলনের দাবি জানাতেন ছবির বিনিময় ৷ তিনি কোনরকম সমঝোতায় যেতে না চাইলে আবেদন রাখা হত তাঁর মায়ের মারফৎ ৷ তাঁর মাকে বলা হয় মেয়েকে বোঝানোর জন্য ! Photo Collected

    MORE
    GALLERIES

  • 35

    মাকে বলা হয়েছে ফিল্ম পেতে গেলে মেয়েকে শরীর দিতে হবে,' বাধ্য হয়েছি অভিনয় ছাড়তে ...

    এবং তাঁকে বলাই হত যে এভাবে মানিয়ে না নিলে ছবি পাওয়া যাবে না ৷ তিনি যথেষ্ট ভাল অভিনেত্রী ৷ স্ক্রিনে তাঁর অভিনয়ের দাপট ধরা পড়ে ৷ মালায়লম ছবি ককটেল বা শিখরে তাঁর অভিনয় ভাষণভাবেই প্রশংসিত ৷ শর্ট ফিল্ম মা-এ অভিনয় করে তিনি জনপ্রিয় হন ৷ এহেন মানের অভিনেত্রীকেও লাগাতার দেওয়া হত কুপ্রস্তাব ৷ আর মানিয়ে না নিতে পেরে অভিনয়ই ছেড়ে দেন তিনি ৷ Photo Collected

    MORE
    GALLERIES

  • 45

    মাকে বলা হয়েছে ফিল্ম পেতে গেলে মেয়েকে শরীর দিতে হবে,' বাধ্য হয়েছি অভিনয় ছাড়তে ...

    পেশাদার অভিনেত্রী, অভিনয় তাঁর নেশা, সেই নেশাকেই পিশে ফেলতে হয়েছে এই সব হিতকর মানুষদের জন্য ৷ এটা তাঁকে খুবই পীড়া দিয়েছে ৷ আপাতত অভিনয় জগৎ থেকে তিনি দূরে সেরেছেন ৷ কিন্তু ছবির কাজের সঙ্গে যুক্ত তিনি ৷ তাঁর স্বামীও নামী পরিচালক ৷ Photo Collected

    MORE
    GALLERIES

  • 55

    মাকে বলা হয়েছে ফিল্ম পেতে গেলে মেয়েকে শরীর দিতে হবে,' বাধ্য হয়েছি অভিনয় ছাড়তে ...

    তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে বলে আশাবাদী কানি ৷ তিনি মনে করেন মিটু মুভমেন্টের ফলে অনক বদল আসবে ইন্ডাস্ট্রিতে ৷ মেয়েরাও সমান অধিকার পাবেন এবং তাদেরকেও দেওয়া হবে যোগ্য সম্মান ৷ Photo Collected

    MORE
    GALLERIES