২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণ চলছে ৯টি রাজ্যের বাহাত্তরটি কেন্দ্রে। ভোট হবে মহারাষ্ট্রের ১৭টি কেন্দ্রেও। নাসিক, কল্যাণ, থানে ছাড়াও ভোট হবে মুম্বই জুড়েই। এদফায় ভোটে লড়ছেন ৩২৩ জন প্রার্থী। উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য। সকালই ভোটের লাইনে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ ৷ স্ত্রী কিরণ রাও-কে সঙ্গে নিয়ে ভোট দিতে পৌছলেন পারফেক্টশনিস্ট আমির খান