• চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ আলি খান ৷ দ্বিতীয় বার মা হতে চলেছেন করিনা কাপুর খান ৷
• গতকাল, অর্থাৎ বুধবার সুখবরটি প্রকাশ্যে এনেছেন ছোটে নবাব ও বেগমজান ৷
• বড় দাদা হতে চলেছে ছোট্ট টিম অর্থাৎ তৈমুর আলি খান পতৌদি ৷ খান পরিবারের তরফে এই খবর সামনে আনার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ৷
• শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আবার কেউ কেউ ব্যঙ্গও করেছেন ৷ কেউ মিম শেয়ার করেছেন ৷ কেউ মজা লুটেছেন ৷
• সইফ-অমৃতার ছেলে ইব্রাহিম আলি খানও বাদ গেলেন না ৷ তিনিও কমেন্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ৷
• সইফের বোন সোহা সোশ্যাল মিডিয়ায় মজা করে লিখেছেন, ‘‘দ্য কোয়াডফাদার’’ ৷
• এই পোস্টে আগুনের ইমোজি দিয়ে ইব্রাহিম লিখেছেন ‘আব্বা’ ৷
...