শীতের বোল্ড ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন হিনা খান! দেখুন ভাইরাল ছবি
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
হিনা খানের শীতের ফটোশ্যুট, দেখে নিন এক ঝলক...
বলিউডে বোল্ড নায়িকাদের মধ্যে হিনা খানের নাম উঠে আসে প্রথম সারিতে। জনপ্রিয় অভিনেত্রীর অনবদ্য স্টাইল আর ফ্যাশন সেন্সের জন্য অনেকেই তাঁকে স্টাইল আইকন হিসেবে দেখেন। সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শীতের ফটোশ্যুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর তাতেই মজেছেন নেটবাসী। হু হু করে শেয়ার করা হচ্ছে তাঁর সাদা কালো 'লেডি ইন ব্ল্যাক' ছবি।
advertisement
advertisement
advertisement
শুরু হয়ে গিয়েছে প্রেমের মাস, এখনই তো প্রেম নিবেদনের পালা। তাই এই প্রেমের মরশুমের মাসটিকে স্বাগত জানিয়ে নায়িকা সেজেছেন লাল পোলো সোয়েটার এবং ভেলভেট জ্যাকেটে। খোলা চুল- লাল লিপস্টিক- কালো কাজল পরা চোখে নেশা, ঠিক যেন হাতছানি দিচ্ছে আপনাকেই। এ ছবির ক্যাপশনে লিখেছিলেন, "সুতরাং প্রেমের মাস শুরু হয় ... লাল (বর্ণা) রঙ দিয়ে শুরু করুন ..."।
advertisement
advertisement