Bollywood Gossip: যখন রেখাকে জোর করে ঠোঁট-কামড়ে চুমু খেয়েছিলেন বাঙালি নায়ক, সেদিন সেটে কী হয়েছিল? ভাবলে আজও শিউরে ওঠেন নায়িকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রেখা মানেই 'এভারগ্রিন'! তাঁর বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে তাঁকে দেখে পিংপং বলের মতো লাফায়। তিনি কোটি কোটি মানুষের দিবাস্বপ্ন! অথচ ‘উমরাও জান’-এর গোটা জীবনটাই কেটে গেল সম্পর্ক ভাঙা-গড়ায়। আট থেকে আশি যাঁর 'দিওয়ানা', সেই রেখাই নাকি জীবনে কোনও পুরুষের ভালবাসা পাননি। তেমনটাই দাবি স্বয়ং রেখার
রেখা মানেই 'এভারগ্রিন'! তাঁর বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে তাঁকে দেখে পিংপং বলের মতো লাফায়। তিনি কোটি কোটি মানুষের দিবাস্বপ্ন! অথচ ‘উমরাও জান’-এর গোটা জীবনটাই কেটে গেল সম্পর্ক ভাঙা-গড়ায়। আট থেকে আশি যাঁর 'দিওয়ানা', সেই রেখাই নাকি জীবনে কোনও পুরুষের ভালবাসা পাননি। তেমনটাই দাবি স্বয়ং রেখার।
advertisement
তখন ১৯৬৯ সাল। দক্ষিণী তারকা পুষ্পবল্লী ও জেমিনি গণেশন-এর মেয়ে রেখা সিনেমা জগতে পা রেখেছেন। সাইন করেছেন প্রথম ছবি 'অঞ্জনা সফর', পরে যদিও ছবিটির নাম বদল করা হয় 'দো শিকারি'। ১৫ বছরের রেখার বিপরীতে ছিলেন বাঙালি নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বিশ্বজিতের বয়স তখন ৩২। প্রথম ছবির সেটেই যা অভিজ্ঞতা হয়েছিল, ভাবলে আজ-ও শিউরে ওঠেন এভারগ্রিন সুন্দরী
advertisement
রেখার প্রথম ছবির পরিচালক ছিলেন কুলজিৎ পাল। রেখা তাঁর আত্মজিবনী ' রেখা: দ্য আনটোল্ড স্টোরি'-তে লেখেন, তিনি তখন বছর ১৫-র। প্রথম ছবি। সেটে তাঁকে ক্যামেরার সামনে নিয়ে আসা হল। কিন্তু তারপরে যা হয়েছিল সেদিন, সেই 'শক' কিংবদন্তী নায়িকা আজ-ও ভুলতে পারেননি। পরিচালক 'অ্যাকশন' বলার সঙ্গে সঙ্গে নায়ক বিশ্বজিৎ রেখাকে নিজের দিকে টেনে নেন, আর তারপর জোর করে ঠোঁটঠেঁসে চুমু খান।
advertisement
advertisement
advertisement
advertisement