Bollywood Gossip: বিয়ে না করেই প্রেগন্যান্ট, ৩০-এ কুমারী মা, ক্রিকেটারের প্রেমে কেরিয়ার বরবাদ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: নীনা গুপ্তা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, যখন তিনি জানতে পারলেন যে তিনি ভিভিয়ানের সন্তানের মা হতে চলেছেন, তিনি সঙ্গে সঙ্গেই খবরটি ক্রিকেটারকে জানিয়েছিলেন।
মুম্বই: বলিউডের সাহসী অভিনেত্রীদের নাম এলে তাঁর নাম আসবেই৷ না শুধু পর্দায় নয় নিজের জীবনযাপনেও নীনা গুপ্তা খোলামেলা, সাহসী জীবনযাপন করেছেন৷ ৬৪ বছরের নীনা আজও এমন সব পোশাক পরেন যা দেখে সকলেরই আজও হৃদয়ে সামাণ্য ঝটকা লাগে৷ নীনা গুপ্তা তাঁর কন্যা মাসাবা গুপ্তাকে এমন এক সময়ে জন্ম দিয়েছিলেন এবং লালন-পালন করেছিলেন যখন বিবাহের বহির্ভূত সম্পর্কে মা হওয়ার জন্য সারা দুনিয়া অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল৷ এমন সময়ে এই ধরণের মহিলাদের সমাজ আলাদা করে রেখে দিয়েছিল। (Photo Courtesy- @FilmHistoryPic)
advertisement
কিন্তু, সমাজের চারজনের কথা না ভেবে, তিনি নিজের এবং তাঁর ভবিষ্যত সন্তানের কথা ভেবেছিলেন এবং ১৯৮৯ সালে মাসাবার জন্ম দেন এবং তাকে সিঙ্গল পেরেন্ট হিসাবে বড় করেন। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের সঙ্গে নীনা গুপ্তার সম্পর্ক ছিল ৷ যা কোনওদিন গোপন করেননি নীনা ও ভিভ৷ কিন্তু বিয়ের সম্পর্কেও কোনওদিন বাঁধা পড়েননি৷
advertisement
advertisement
নীনা গুপ্তা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, যখন তিনি জানতে পারলেন যে তিনি ভিভিয়ানের সন্তানের মা হতে চলেছেন, তিনি সঙ্গে সঙ্গেই খবরটি ক্রিকেটারকে জানিয়েছিলেন। তারপর ভিভিয়ান নীনাকে পরামর্শ দিয়েছিলেন যে তাঁর প্রেগন্যান্সি জারি রাখতে। অভিনেত্রীও তাঁর এই ‘লাভ চাইল্ড’কে চেয়েছিলেন, তাই তিনি তাঁর গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement