Hardik Pandya Divorce: বিয়ে ভাঙার বড় ধাক্কা! স্ত্রীকে খোরপোষ দিতে বিশাল সম্পত্তি গলে যাবে হার্দিকের, কী বলছে হিসেবনিকেশ, ছেলেকে কার কাছে রাখা হবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: বলিউডের সুন্দরীর সঙ্গে বিয়েটা টিকল না হার্দিকের, এবার পড়লেন মহাফাঁপড়ে
: হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ আর স্বামী-স্ত্রী নন। যা নিয়ে দীর্ঘ ২-৩ মাস ধরে তোলপাড় চলছিল, যা এখন সত্যি৷ তাঁদের ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন দুজনেই৷ দম্পতি ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি জারি করে বলেছেন যে তাঁরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিবাহবিচ্ছেদের পরেই একাধিক প্রশ্ন সামনে এসেছে৷ একটি বড় প্রশ্ন নাতাশা স্ট্যানকোভিচের মোট সম্পদ কত? দ্বিতীয় প্রশ্ন হার্দিক পান্ডিয়াকে তাঁর সম্পত্তি থেকে কত ভাগ দিতে হবে অভিনেত্রীকে? পাশাপাশি এখন আরও একটা প্রশ্ন ছেলে অগস্ত্যের হেফাজত পাবে কে?
advertisement
নাতাশা স্ট্যানকোভিচ মাত্র ১৭ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন। প্রকাশ ঝা-র ২০১৩ সালের ছবি 'সত্যাগ্রহ' দিয়ে নাতাশার বলিউডে অভিষেক হয়। এরপরে, নাতাশা ২০১৪ সালে 'বিগ বস ৮'-এ অংশ নিয়েছিলেন৷ এছাড়াও তিনি 'নাচ বলিয়ে ৯'-এ অংশ নিয়েছেন। ২০১৮ সালে, নাতাশাকে বাদশার সুপারহিট গান 'ডিজে ওয়ালে বাবু'-তে অভিনেত্রী হিসেবেও দেখা গিয়েছিল। এরপর ‘ফুকরে রিটার্নস’ ও ‘জিরো’ ছবিতেও কাজ করেছেন নাতাশা।
advertisement
নাতাশা স্ট্যানকোভিচ একজন মডেল এবং অভিনেত্রী। তবে দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। তাহলে তাঁদের আয়ের উৎস কী? আর তাঁর কত সম্পত্তি আছে? নাতাশাও একজন মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। মিডিয়া রিপোর্ট অনুসারে হার্দিক পান্ডিয়া তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের মোট সম্পত্তি চারগুণ বেশি । নাতাশাও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আয় করেন।
advertisement
advertisement
হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৯১ কোটি টাকা। রিপোর্টে দাবি করা হয়েছে যে ডিভোর্সের পর হার্দিককে নাতাশাকে বিশাল অঙ্কের টাকা দিতে হবে৷ এরপরে একলাফে নাতাশার মোট সম্পদ বাড়তে পারে। তবে এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমন খবর রয়েছে যে তিনি তার মোট ৯১ কোটি টাকার মধ্যে ৬৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে পারেন, যা তাঁর বিলাসবহুল জীবনে এবং আর্থিক অবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
advertisement
স্পোর্টস ওয়ার্মের মতে, হার্দিক পান্ডিয়া প্রতি বিজ্ঞাপনে ১ কোটি টাকা পারিশ্রমিক নেন। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে তিনি প্রায় ৫৫-৬০ লক্ষ টাকা আয় করেন। হার্দিক পান্ডিয়ার আর্থিক পোর্টফোলিওতে Halaplay, Gulf Oil, Star Sports, Gillette, Jugal, Sin Denim, D:FY, Bot, Oppo, Dream 11-এর মতো হেভিওয়েট ব্র্যান্ডের বিজ্ঞাপন রয়েছে৷ হার্দিক পান্ডিয়ার ভাদোদরায় ৩.৬ কোটি টাকার একটি বিলাসবহুল পেন্টহাউস এবং বান্দ্রায় ৩০ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে৷ এই থেকে বোঝা যায় তিনি কী পরিমাণ বিলাসবহুল জীবনযাপন করেন৷
advertisement
হার্দিক পান্ডিয়ার একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যাতে তিনি বলেছিলেন যে তাঁর বাড়ি এবং গাড়ি তাঁর মায়ের নামে রয়েছে। যদিও সেই ভিডিও ২০১৭ সালের। এই ভিডিওতে হার্দিককে বলতে শোনা গেছে, ‘‘মায়ের নাম আমার বাবার অ্যাকাউন্টে, আমার ভাইয়ের অ্যাকাউন্টে এবং আমার অ্যাকাউন্টেও... সবকিছুই তাঁর নামে রয়েছে। গাড়ি থেকে বাড়ি...সবকিছু।’’
advertisement
হার্দিক ও নাতাশার একমাত্র ছেলের অগস্ত্য কার কাছে থাকবে? ডিভোর্সের খবর জানার পরেই নেটিজেনদের মূল প্রশ্ন হার্দিকের ছেলে কার কাছে থাকবে? তবে নাতাশা ও হার্দিকের জয়েন্ট পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন এই দম্পতি। তিনি লিখেছেন- ‘‘তাঁরা অগস্ত্যের কোপেরেন্ট হিসেবে থাকবেন৷ অর্থাৎ উভয়ে মিলে পুত্রকে বড় করবে। নাতাশা বর্তমানে তাঁর ছেলেকে নিয়ে নিজের মায়ের কাছে রয়েছেন৷