Bollywood Gossip: বিক্রি করেছেন বাদাম-ডিম, হয়েছেন বাস কন্ডাক্টর! কে এই বলিউড তারকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: তিনি ইনদওরে ২০০৩ সালে মারা যান। জনি ওয়াকার প্রায় ২০ বছর ধরে বাডওয়ালি পোস্ট ও ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। মুম্বই যাওয়ার পরও তিনি এখানে আসতে থাকেন। তাঁর মেয়েরও বিয়েও দেন ইনদওরে৷
বলিউডে সাফল্য পাওয়া বিভিন্ন অভিনেতা- অভিনেত্রীর নানা আজব গল্প রয়েছে৷ একাধিক অভিনেতা শুরুর জীবনে একেবারে অসম্ভব কষ্ট করে পরে তারকা হয়ে উঠেছিলেন এরকমই এক অভিনেতার অজানা গল্প আপনাদের জন্য৷ যাঁর ইনদওর শহরের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তিনি এই শহরে নিজে স্কুল জীবনের পাঠ নিয়েছেন৷ কেরিয়ার জীবনের শুরুটা লড়াইতে ভরা৷ ডিম এবং চিনাবাদাম বিক্রি করেছেন। পরে তিনি মুম্বই চলে আসেন, সেখানেও তাঁকে দারুণ কষ্ট করতে হয়েছিল৷ তিনি বাস কন্ডাক্টরের কাজও করেছিলেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement