Deepika on Pregnancy: খুব তাড়াতাড়িই মা হচ্ছেন দীপিকা! ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বড় কথা ফাঁস, জানালেন রণবীরের ইচ্ছেও

Last Updated:
সম্প্রতি কফি উইথ করণে সেই স্বপ্নের বিয়ের ভিডিয়ো সকলের সামনে এনেছিলেন করণ জোহর৷ রণবীর-দীপিকার বিয়ের পর ৫ বছর কেটে গিয়েছে৷ প্রায় সমসাময়িক সময়ে বিয়ে করা বিরাট-অনুষ্কার কোলে এসেছে ফুটফুটে ভামিকা৷ এখন দীপ-বীরের ফ্যানেদের অনেকেই জানতে চান, তাঁরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ঠিক কী ভাবছেন?
1/8
বলিউডের সর্বাধিক চর্চিত দম্পতিদের মধ্যে অন্যতম৷ দীপিকা পাড়ুকোণ এবং রণবীর সিং৷ ২০১২ সালে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘গোলিয়ন কি রাসলিলা রামলিলার’ সেট থেকে প্রেমের শুরু৷ তারপর টানা ৬ বছর চুটিয়ে প্রেম৷ তারপরে ২০১৮ সালের ১৪ এবং ১৫ নভেম্বর ইতালিতে বিয়ে৷
বলিউডের সর্বাধিক চর্চিত দম্পতিদের মধ্যে অন্যতম৷ দীপিকা পাড়ুকোণ এবং রণবীর সিং৷ ২০১২ সালে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘গোলিয়ন কি রাসলিলা রামলিলার’ সেট থেকে প্রেমের শুরু৷ তারপর টানা ৬ বছর চুটিয়ে প্রেম৷ তারপরে ২০১৮ সালের ১৪ এবং ১৫ নভেম্বর ইতালিতে বিয়ে৷
advertisement
2/8
সম্প্রতি কফি উইথ করণে সেই স্বপ্নের বিয়ের ভিডিয়ো সকলের সামনে এনেছিলেন করণ জোহর৷ রণবীর-দীপিকার বিয়ের পর ৫ বছর কেটে গিয়েছে৷ প্রায় সমসাময়িক সময়ে বিয়ে করা বিরাট-অনুষ্কার কোলে এসেছে ফুটফুটে ভামিকা৷ এখন দীপ-বীরের ফ্যানেদের অনেকেই জানতে চান, তাঁরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ঠিক কী ভাবছেন?
সম্প্রতি কফি উইথ করণে সেই স্বপ্নের বিয়ের ভিডিয়ো সকলের সামনে এনেছিলেন করণ জোহর৷ রণবীর-দীপিকার বিয়ের পর ৫ বছর কেটে গিয়েছে৷ প্রায় সমসাময়িক সময়ে বিয়ে করা বিরাট-অনুষ্কার কোলে এসেছে ফুটফুটে ভামিকা৷ এখন দীপ-বীরের ফ্যানেদের অনেকেই জানতে চান, তাঁরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ঠিক কী ভাবছেন?
advertisement
3/8
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা নিয়েই মুখ খুললেন দীপিকা পাড়ুকোন৷ জানালেন, রণবীরের মনের কথাও৷
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা নিয়েই মুখ খুললেন দীপিকা পাড়ুকোন৷ জানালেন, রণবীরের মনের কথাও৷
advertisement
4/8
ভগ সিঙ্গাপুরকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রথমবারের মতো মা হওয়ার বিষয়ে কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘‘রণবীর এবং আমি দু’জনেই বাচ্চা ভালবাসি এবং আমরাও ফ্যামিলি শুরু করার জন্য অপেক্ষা করছি।’’
ভগ সিঙ্গাপুরকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রথমবারের মতো মা হওয়ার বিষয়ে কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘‘রণবীর এবং আমি দু’জনেই বাচ্চা ভালবাসি এবং আমরাও ফ্যামিলি শুরু করার জন্য অপেক্ষা করছি।’’
advertisement
5/8
দীপিকা বলেন, ‘‘সবার আগে আমি একজন মেয়ে, একজন বোন৷ আমি চাইনা এই পরিচয়টা কখনও বদলাক৷ আমার পরিবারই আমাকে মাটির সঙ্গে আঁকড়ে রাখে৷ আমি এবং রণবীরও আমাদের বাচ্চাকে এমনই শিক্ষা দিয়ে বড় করতে চাই৷’’
দীপিকা বলেন, ‘‘সবার আগে আমি একজন মেয়ে, একজন বোন৷ আমি চাইনা এই পরিচয়টা কখনও বদলাক৷ আমার পরিবারই আমাকে মাটির সঙ্গে আঁকড়ে রাখে৷ আমি এবং রণবীরও আমাদের বাচ্চাকে এমনই শিক্ষা দিয়ে বড় করতে চাই৷’’
advertisement
6/8
দীপিকা জানান, যখনই তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাঁর কাকা-কামিমা, ফ্যামিলি ফ্রেন্ডস, যাঁদের সঙ্গে দীপিকা বড় হয়েছেন, তাঁরা সকলেই বলেন যে সেলেব্রিটি হওয়ার পরেও দীপিকার মধ্যে কোনও পরিবর্তন আসেনি৷ তাঁর সাথেও কেউ সেলেব্রিটির মতো ব্যবহার করেননা বলে জানান দীপিকা৷
দীপিকা জানান, যখনই তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাঁর কাকা-কামিমা, ফ্যামিলি ফ্রেন্ডস, যাঁদের সঙ্গে দীপিকা বড় হয়েছেন, তাঁরা সকলেই বলেন যে সেলেব্রিটি হওয়ার পরেও দীপিকার মধ্যে কোনও পরিবর্তন আসেনি৷ তাঁর সাথেও কেউ সেলেব্রিটির মতো ব্যবহার করেননা বলে জানান দীপিকা৷
advertisement
7/8
সাক্ষাত্কারের সময়, দীপিকা পাড়ুকোন বলেন, কীভাবে ভারতীয়েরা তাঁদের মূল্যবোধের জন্য এখনও বিশ্বজুড়ে স্বীকৃত। এই বিষয়টির জন্য তিনি গর্ববোধ করেন৷
সাক্ষাত্কারের সময়, দীপিকা পাড়ুকোন বলেন, কীভাবে ভারতীয়েরা তাঁদের মূল্যবোধের জন্য এখনও বিশ্বজুড়ে স্বীকৃত। এই বিষয়টির জন্য তিনি গর্ববোধ করেন৷
advertisement
8/8
‘ফাইটার’ সিনেমার প্রথম গান ইতিমধ্যেই সামনে এসেছে৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় প্রথম হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে৷  পরিচালক নাগ অশ্বিনের কল্কি ছবিতে প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যেতে পারে দাীপিকাকে।
‘ফাইটার’ সিনেমার প্রথম গান ইতিমধ্যেই সামনে এসেছে৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় প্রথম হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে৷ পরিচালক নাগ অশ্বিনের কল্কি ছবিতে প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যেতে পারে দাীপিকাকে।
advertisement
advertisement
advertisement