In Pics: মিলিন্দ সোমনের মেহেন্দি অনুষ্ঠান

Last Updated:
1/6
যদিও বিয়ের খবরটা এখনও মুখ ফুটে বলেননি সুপারমডেল মিলিন্দ সোমন, কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবি স্পষ্ট বলে দিচ্ছে, আলিবাগে চুপিসারে মেহেন্দি সেরে ফেললেন মিলিন্দ আর তাঁর বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড়। এরপরেই বিয়ে। গুয়াহাটির বাসিন্দা অঙ্কিতা পেশায় 'এয়ার এশিয়া'-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ। আসল নাম, সুনকুষ্মিতা কোনওয়াড়।
যদিও বিয়ের খবরটা এখনও মুখ ফুটে বলেননি সুপারমডেল মিলিন্দ সোমন, কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবি স্পষ্ট বলে দিচ্ছে, আলিবাগে চুপিসারে মেহেন্দি সেরে ফেললেন মিলিন্দ আর তাঁর বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড়। এরপরেই বিয়ে। গুয়াহাটির বাসিন্দা অঙ্কিতা পেশায় 'এয়ার এশিয়া'-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ। আসল নাম, সুনকুষ্মিতা কোনওয়াড়।
advertisement
2/6
 'ডান্স মোড'-এ পাত্র-পত্রী। হলুদ রঙের লেহেঙ্গা চোলি, ফুলের গয়নায় সেজেছেন অঙ্কিতা। মসলিনের সাদা  ধুতি, পাঞ্জাবী, উত্তরীয় আর নীল সানগ্লাসে কুল মিলিন্দ।
'ডান্স মোড'-এ পাত্র-পত্রী। হলুদ রঙের লেহেঙ্গা চোলি, ফুলের গয়নায় সেজেছেন অঙ্কিতা। মসলিনের সাদা ধুতি, পাঞ্জাবী, উত্তরীয় আর নীল সানগ্লাসে কুল মিলিন্দ।
advertisement
3/6
সোমন এখন ৫২, অঙ্কিতা ২৩। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন, এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখিও পড়তে হয় সোমনকে। কিন্তু তিনি সেসবে মোটে কান দেননি! অবশেষে এসেই গেল বিয়ের দিন। ছিমছাম প্রাইভেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। মেহেন্দির পর বন্ধুদের সঙ্গে সেলফি
সোমন এখন ৫২, অঙ্কিতা ২৩। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন, এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখিও পড়তে হয় সোমনকে। কিন্তু তিনি সেসবে মোটে কান দেননি! অবশেষে এসেই গেল বিয়ের দিন। ছিমছাম প্রাইভেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। মেহেন্দির পর বন্ধুদের সঙ্গে সেলফি
advertisement
4/6
অনুষ্ঠানের সকালে ক্যাজুয়াল মুডে মিলিন্দ।
অনুষ্ঠানের সকালে ক্যাজুয়াল মুডে মিলিন্দ।
advertisement
5/6
 রোম্যান্টিক মুহূর্তে মিলিন্দ, অঙ্কিতা
রোম্যান্টিক মুহূর্তে মিলিন্দ, অঙ্কিতা
advertisement
6/6
মিলিন্দ আর অঙ্কিতা দুজনেই ফিটনেসের পোকা, অংশ নেন ম্যারাথনে! আর এই মিল থেকেই শুরু ভালবাসা! অনুষ্ঠানের সকালেও এক্সারসাইজ করতে ভোলেননি অঙ্কিতা
মিলিন্দ আর অঙ্কিতা দুজনেই ফিটনেসের পোকা, অংশ নেন ম্যারাথনে! আর এই মিল থেকেই শুরু ভালবাসা! অনুষ্ঠানের সকালেও এক্সারসাইজ করতে ভোলেননি অঙ্কিতা
advertisement
advertisement
advertisement