যদিও বিয়ের খবরটা এখনও মুখ ফুটে বলেননি সুপারমডেল মিলিন্দ সোমন, কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবি স্পষ্ট বলে দিচ্ছে, আলিবাগে চুপিসারে মেহেন্দি সেরে ফেললেন মিলিন্দ আর তাঁর বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড়। এরপরেই বিয়ে। গুয়াহাটির বাসিন্দা অঙ্কিতা পেশায় 'এয়ার এশিয়া'-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ। আসল নাম, সুনকুষ্মিতা কোনওয়াড়।
advertisement
advertisement
সোমন এখন ৫২, অঙ্কিতা ২৩। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন, এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখিও পড়তে হয় সোমনকে। কিন্তু তিনি সেসবে মোটে কান দেননি! অবশেষে এসেই গেল বিয়ের দিন। ছিমছাম প্রাইভেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। মেহেন্দির পর বন্ধুদের সঙ্গে সেলফি
advertisement
advertisement
advertisement