দিশা সম্পর্কে টাইগারের 'পিসি'! আসন্ন ছবিতে চমক অভিনেত্রীর
এই খবর প্রকাশ্যে আসতেই অবাক টাইগার-দিশা জুটির ভক্তরা। সলমন খান অভিনীত এই ছবিতে দিশা পটানি ও জ্যাকি শ্রফ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, রণদীপ হুডাও। অক্টোবরে এই ছবির শ্যুটিং শেষ হয়েছে।


অভিনেতা টাইগার শ্রফ ও দিশা পটানি যে পরস্পরের সঙ্গে বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন তা সর্বজনবিদিত। সেই দিশাকেই নাকি এবার দেখা যাবে টাইগারের পিসি হিসেবে! অবাক হচ্ছেন? রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে টাইগারের বাবা জ্যাকি শ্রফের ভূমিকায় অভিনয় করছেন দিশা।


টাইগার ও দিশা বহুদিন ধরে ডেট করছেন বলে শোনা যায় মুম্বইয়ের টিনসেল টাউনে। দুজন বেশ কয়েকটি ছবিতেও জুটি বেঁধেছেন। এছাড়া বিভিন্ন জায়গায় একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা।


এই খবর প্রকাশ্যে আসতেই অবাক টাইগার-দিশা জুটির ভক্তরা। সলমন খান অভিনীত এই ছবিতে দিশা পটানি ও জ্যাকি শ্রফ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, রণদীপ হুডাও। অক্টোবরে এই ছবির শ্যুটিং শেষ হয়েছে।


তবে এই প্রথম নয়। এর আগেও জ্যাকি শ্রফের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন দিশা পটানি। ভারত ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। তবে সেখানে দুজনকে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। কিন্তু রাধে ছবিতে ভাইবোনের চরিত্রে দেখা যাবে জ্যাকি ও দিশাকে।


একসঙ্গে বেশ কয়েকটি দৃশ্যেও দেখা যাবে দুজনকে। বেশ বড় ভাবেই এই ছবি মুক্তি পাবে। ছবির পরিচালনা করেছেন প্রভু দেবা। বাস্তবে দিশার রিউমরড প্রেমিকের বাবা জ্যাকি শ্রফ। তাই দুজনকে ভাইবোনের চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।