Debina Bonerjee-Gurmeet Choudhary: বহুদিনের স্বপ্ন সফল, টুকটুকে লাল চেলি-টোপর-ধুতিতে গুরমিত দেবিনা! Super ভাইরাল নেটদুনিয়ায়...

Last Updated:
Debina Bonerjee-Gurmeet Choudhary: আত্মীয় স্বজনের পরিমণ্ডলে বাঙালি বিয়ের ছাদনাতলার সেই ছবি গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায় দু'জনের তুলে ধরেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে।
1/8
টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় জুটি গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন গত দশ বছর ধরে দর্শকদের মুগ্ধ করেছে। ছোট পর্দায় রাম ও সীতার চরিত্রে তাঁদের দর্শক এখনও মনে রেখেছে। এই টেলিভিশন জুটির প্রেম পর্বের শুরু ২০০৬ থেকে। পরে বড় পর্দায়ও কাজ করেছেন গুরমিত। ধারাবাহিক এবং রিয়েলিটি শো-তে একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তারকা দম্পতি।
টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় জুটি গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন গত দশ বছর ধরে দর্শকদের মুগ্ধ করেছে। ছোট পর্দায় রাম ও সীতার চরিত্রে তাঁদের দর্শক এখনও মনে রেখেছে। এই টেলিভিশন জুটির প্রেম পর্বের শুরু ২০০৬ থেকে। পরে বড় পর্দায়ও কাজ করেছেন গুরমিত। ধারাবাহিক এবং রিয়েলিটি শো-তে একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তারকা দম্পতি।
advertisement
2/8
গাঁটছড়া তো বেঁধেছিলেন ১০ বছর আগেই। ২০১১ সালে ডেস্টিনেশন ওয়েডিং সারার প্ল্যান ছিল এই দম্পতির। কিন্তু পরিকল্পনা মাফিক সম্ভব হয়নি। সেই বছরই ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন লাভ বার্ডস। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাড়িতে আইনি মতে বিয়ে সারেন এই দম্পতি।
গাঁটছড়া তো বেঁধেছিলেন ১০ বছর আগেই। ২০১১ সালে ডেস্টিনেশন ওয়েডিং সারার প্ল্যান ছিল এই দম্পতির। কিন্তু পরিকল্পনা মাফিক সম্ভব হয়নি। সেই বছরই ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন লাভ বার্ডস। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাড়িতে আইনি মতে বিয়ে সারেন এই দম্পতি।
advertisement
3/8
দশ বছর আগে হিন্দু মতে বিয়ে সারলেও বাঙালি মতে বিয়েটা তখন আর করা হয়ে ওঠেনি। সম্প্রতি কলকাতা ঘুরে যাওয়ার পরই সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন দুজনে। আর মুহূর্তে ভাইরাল সেই ছবি।
দশ বছর আগে হিন্দু মতে বিয়ে সারলেও বাঙালি মতে বিয়েটা তখন আর করা হয়ে ওঠেনি। সম্প্রতি কলকাতা ঘুরে যাওয়ার পরই সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন দুজনে। আর মুহূর্তে ভাইরাল সেই ছবি।
advertisement
4/8
ছবিতে মাথায় টোপর, ধুতি-পাঞ্জাবি পরে চিরাচরিত বাঙালি বরের পোশাকে বং জামাইয়ের সাজে দেখা যায় গুরমিতকে। অন্যদিকে টুকটুকে লাল শাড়িতে নব বধূর সাজে সেজেছিলেন দেবিনা। চোখ সরানো মুশকিল এই জুটির সেই ছবি থেকে।
ছবিতে মাথায় টোপর, ধুতি-পাঞ্জাবি পরে চিরাচরিত বাঙালি বরের পোশাকে বং জামাইয়ের সাজে দেখা যায় গুরমিতকে। অন্যদিকে টুকটুকে লাল শাড়িতে নব বধূর সাজে সেজেছিলেন দেবিনা। চোখ সরানো মুশকিল এই জুটির সেই ছবি থেকে।
advertisement
5/8
ছবি দেখে মনে হচ্ছে ফের একবার বিয়ের পিঁড়িতে তারকা দম্পতি। তাও আবার বাঙালি রীতি মেনে। ছবি পোস্ট করে ক্যাপশনে গুরমিত লিখেছেন, ‘ফাইনালি’। একই ক্যাপশন দিয়েছেন দেবিনাও।
ছবি দেখে মনে হচ্ছে ফের একবার বিয়ের পিঁড়িতে তারকা দম্পতি। তাও আবার বাঙালি রীতি মেনে। ছবি পোস্ট করে ক্যাপশনে গুরমিত লিখেছেন, ‘ফাইনালি’। একই ক্যাপশন দিয়েছেন দেবিনাও।
advertisement
6/8
বাঙলার মেয়ে দেবিনা। কলকাতায় তাঁর নাড়ির টান। তাই কাজ থেকে ছুটি পেলেই কলকাতা পালিয়ে আসেন এই তারকা দম্পতি। দিন কয়েক আগেই কলকাতা বেড়াতে এসেছিলেন নব দম্পতি। তাঁদের চষে বেড়াতে দেখা গিয়েছিল কলকাতার রাস্তায়। ফিরে গিয়ে ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করেন দেবিনা নিজেও। কখনও ট্রামের ব্যাকড্রপে, কখনও ময়দানে দেখা গিয়েছে সুন্দরী অভিনেত্রীকে।
বাঙলার মেয়ে দেবিনা। কলকাতায় তাঁর নাড়ির টান। তাই কাজ থেকে ছুটি পেলেই কলকাতা পালিয়ে আসেন এই তারকা দম্পতি। দিন কয়েক আগেই কলকাতা বেড়াতে এসেছিলেন নব দম্পতি। তাঁদের চষে বেড়াতে দেখা গিয়েছিল কলকাতার রাস্তায়। ফিরে গিয়ে ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করেন দেবিনা নিজেও। কখনও ট্রামের ব্যাকড্রপে, কখনও ময়দানে দেখা গিয়েছে সুন্দরী অভিনেত্রীকে।
advertisement
7/8
সেই সময় জামাই ষষ্ঠীতে এই বাংলায় শ্বশুরবাড়িতে এসেছিলেন অভিনেতা। সদ্য কলকাতা বেড়িয়ে যাওয়ার পরই এই ছবি পোস্ট করেন দুজনে। ছবি দেখে বোঝা যাচ্ছে চুপিসাড়ে ফের একবার বিয়ে সেরেছেন দম্পতি।
সেই সময় জামাই ষষ্ঠীতে এই বাংলায় শ্বশুরবাড়িতে এসেছিলেন অভিনেতা। সদ্য কলকাতা বেড়িয়ে যাওয়ার পরই এই ছবি পোস্ট করেন দুজনে। ছবি দেখে বোঝা যাচ্ছে চুপিসাড়ে ফের একবার বিয়ে সেরেছেন দম্পতি।
advertisement
8/8
আত্মীয় স্বজনের পরিমণ্ডলে বাঙালি বিয়ের ছাদনাতলার সেই ছবি দু'জনের তুলে ধরেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে। নেটিজেন এবং সহকর্মীরা ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতিকে। ১০ বছর আগে মন্দিরে করা বিয়ে এবার যেন এক অন্য মাত্রা পেয়েছে বাঙালি ছোঁয়ায় ।
আত্মীয় স্বজনের পরিমণ্ডলে বাঙালি বিয়ের ছাদনাতলার সেই ছবি দু'জনের তুলে ধরেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে। নেটিজেন এবং সহকর্মীরা ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতিকে। ১০ বছর আগে মন্দিরে করা বিয়ে এবার যেন এক অন্য মাত্রা পেয়েছে বাঙালি ছোঁয়ায় ।
advertisement
advertisement
advertisement