Bollywood Celebrity: ৩ভাষায় হিট দিয়ে বিরাট সফল! ১০ বছর বিয়ে করে ঘোর সংসারী! ১.৫ কোটি টাকার গাড়ি, ১৪০ কোটির সম্পতি! চেনেন এই নায়িকাকে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bollywood Celebrity: সেলিব্রিটিরা প্রায়ই তাদের গ্ল্যাম ছবি দিয়ে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করে। তবে, একজন অভিনেত্রীর শৈশবের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার দর্শকের মন কেড়েছে। থ্রোব্যাক ফটোতে, অভিনেত্রীকে তাঁর মায়ের কোলে অচেনা দেখা যাচ্ছে।
advertisement
এই ভারতীয় অভিনেত্রী প্রধানত হিন্দি, তেলেগু এবং তামিল ভাষার ছবিতে কাজ করেন। তিনি ২০০৩ সালে রোম্যান্টিক ড্রামা ফিল্ম ‘তুঝে মেরি কসম’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। অভিনয় ছাড়াও, অভিনেত্রী ভারতে ফান্টা, ভার্জিন মোবাইল ইন্ডিয়া, ফাস্ট্রাক, এলজি মোবাইল, গার্নিয়ার লাইট, মার্গো এবং পারকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করেছেন। আপনি অভিনেত্রী অনুমান করতে পারেন? অভিনেত্রী আর কেউ নন জেনেলিয়া ডি’সুজা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement