এই সব বলি-স্টারদের প্রথম আয় কত ছিল জানলে চমকে যাবেন !
Amrit Halder
1/ 8
এমন অনেক বলিউড তারকা রয়েছেন যাঁরা আজকের দিনে সুপারস্টার হয়েছেন । এখন তাঁরা কোটি কোটি টাকা রোজগার করছেন। তবে এরাও একদিন ছোট থেকেই শুরু করেছিলেন। যে উপার্জন এক একজনের ছিল, সেটা শুনলে এখন হাসিও পেতে পারে। আসুন গ্যালারিতে দেখে নেওয়া যাক-
2/ 8
বলিউডের শাহেনসা অমিতাভ বচ্চন অভিনেতা হওয়ার আগে একটি শিপিং ফার্মে কাজ করতেন ৷ সেখানে তাঁর প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ টাকা ৷
3/ 8
শাহরুখ খান যাঁর এখন কোটি কোটি টাকার সম্পত্তি ৷ তাঁর প্রথম উপার্জন ছিল ৫০ টাকা ৷ উপস্থাপক হিসেবে কাজ করে এই টাকা পেয়েছিলেন তিনি ৷
4/ 8
লন্ডনে পড়াশোনা করতেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন ৷ নিজের যাবতীয় খরচ-খরচার জন্য একটি ক্যাফেতে কাজ করতেন তিনি ৷ তাঁর প্রথম উপার্জন ছিল ৩ হাজার ৭০০ টাকা ৷
5/ 8
একটি চিনা রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন রণদীপ হুডা ৷ এই কাজের জন্য প্রতিদিন ৫৩১ টাকা করে পেতেন রণদীপ ৷
6/ 8
‘দিল ভি তেরা, হাম ভি তেরে’ ছবি ছিল বড় ব্রেক ধর্মেন্দ্রর জন্য ৷ এই ছবির জন্য ৫১ টাকা পেয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা ৷
7/ 8
মুখে সোনার চামচ নিয়েই জন্মেছিলেন অনিল-কন্যা সোনম কাপুর ৷ তবে তাঁর শুরুর দিনগুলো অতোটা সহজ ছিল না ৷ স্টারকিড হিসেবে নয় ৷ আর পাঁচটা সাধারণ মানুষের মতোই জীবনটা দেখুক সোনম, চেয়েছিলেন অনিল কাপুর ৷ সহ পরিচালক হিসেবে মাসে তিন হাজার টাকা পেতেন তিনি ৷
8/ 8
কুকু কোহলির সহ পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন এই সময়কার নামজাদা পরিচালক রোহিত শেট্টি ৷ তাঁর প্রথম আয় ছিল দিনপ্রতি ৩৫ টাকা ৷