সাতসকালে ছেলেকে নিয়ে সি-বিচে বলিউড অভিনেত্রী, শেয়ার করলেন সেই ছবিগুলি...

Last Updated:
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি৷ হংকংয়ে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছেন মডেল ও অভিনেত্রী লিসা হেডেন৷ বুধবার হঠাত্‍ ইচ্ছে হয়েছিল একটু বিচে সময় কাটানোর৷
1/6
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি৷ হংকংয়ে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছেন মডেল ও অভিনেত্রী লিসা হেডেন৷ বুধবার হঠাত্‍ ইচ্ছে হয়েছিল একটু বিচে সময় কাটানোর৷
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি৷ হংকংয়ে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছেন মডেল ও অভিনেত্রী লিসা হেডেন৷ বুধবার হঠাত্‍ ইচ্ছে হয়েছিল একটু বিচে সময় কাটানোর৷
advertisement
2/6
যেমনই ভাবা, তেমনই কাজ৷ সমুদ্র সৈকতে কাটাবেন বলে ভোর ৬টায় ঘুম থেকে উঠে পড়লেন৷ বেরিয়ে পড়লেন ছেলেকে নিয়ে৷
যেমনই ভাবা, তেমনই কাজ৷ সমুদ্র সৈকতে কাটাবেন বলে ভোর ৬টায় ঘুম থেকে উঠে পড়লেন৷ বেরিয়ে পড়লেন ছেলেকে নিয়ে৷
advertisement
3/6
ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন লিসা৷ ছবিতে দেখা যাচ্ছে, ৩ বছরের পুত্র সন্তান জ্যাককে নিয়ে হংকংয়ের বিচে লিসা৷ আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, লিসা একাই উপভোগ করছেন হংকংয়ের সমুদ্র সৈকত৷
ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন লিসা৷ ছবিতে দেখা যাচ্ছে, ৩ বছরের পুত্র সন্তান জ্যাককে নিয়ে হংকংয়ের বিচে লিসা৷ আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, লিসা একাই উপভোগ করছেন হংকংয়ের সমুদ্র সৈকত৷
advertisement
4/6
ইনস্টাগ্রামে শেয়ার করে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভোর ৬টায় ঘুম থেকে উঠেছি বিচে সময় কাটাবো বলে৷ ধন্যবাদ নিকোল, আমাদের উত্‍সাহ দেওয়ার জন্য৷'
ইনস্টাগ্রামে শেয়ার করে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভোর ৬টায় ঘুম থেকে উঠেছি বিচে সময় কাটাবো বলে৷ ধন্যবাদ নিকোল, আমাদের উত্‍সাহ দেওয়ার জন্য৷'
advertisement
5/6
মঙ্গলবারও লিসা তাঁর আরেকটি ৬ মাসের পুত্র লিওকে কোলে বসিয়ে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে৷ ক্যাপশনে লেখেন, 'বিচ বেবি৷'
মঙ্গলবারও লিসা তাঁর আরেকটি ৬ মাসের পুত্র লিওকে কোলে বসিয়ে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে৷ ক্যাপশনে লেখেন, 'বিচ বেবি৷'
advertisement
6/6
লিসা গত মার্চ মাস থেকেই হংকংয়ে রয়েছেন দুই ছেলে ও স্বামীর সঙ্গে৷ ব্যবসায়ী দিনো লালভানিকে বিয়ে করেন লিসা৷ তাঁরা হংকংয়েই থাকেন৷
লিসা গত মার্চ মাস থেকেই হংকংয়ে রয়েছেন দুই ছেলে ও স্বামীর সঙ্গে৷ ব্যবসায়ী দিনো লালভানিকে বিয়ে করেন লিসা৷ তাঁরা হংকংয়েই থাকেন৷
advertisement
advertisement
advertisement