দুই সপ্তাহ হল শুরু হয়েছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো বিগবস। তবে ইতিমধ্যেই জমে উঠেছে শোটি। প্রতিবারের মতোই সপ্তাহান্তে এসে উপস্থিত হল সঞ্চালক সলমন খান এবং প্রতিযোগীদের ভুল ধরিয়ে দেন। শনিবারের এপিসোডেও সলমন সাবধান করলেন এবারের প্রতিযোগী মায়েশা আয়ার ও ঈশানকেও।