Ananya Pandey| Mumbai Drug Case: নজরে বলিউড! আজ ফের NCB জেরার মুখে অনন্যা পাণ্ডে, সাংবাদিক বৈঠকে কী বলবেন সমীর ওয়াংখেড়ে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ananya Pandey| Mumbai Drug Case: এর আগে আরিয়ান খানের (Aryan khan) মাদক কাণ্ডে ২ বার জেরা করা হয়েছে অনন্যা পাণ্ডেকে।
গত সপ্তাহের ম্যারাথন জেরার পর সোমবার ফের এনসিবির জেরার মুখে এনসিবি প্রধান অনন্যা পাণ্ডে। আবারও জেরার জন্য তাঁকে সমন পাঠিয়েছে এনসিবি। এর আগে আরিয়ান খানের মাদক কাণ্ডে ২ বার জেরা করা হয়েছে এনসিবি প্রধানকে। সূ্ত্রের খবর আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে অনন্যা পাণ্ডের নাম পাওয়া গিয়েছে। অনন্যা পাণ্ডে নাকি আরিয়ান খানকে মাদক সরবরাহ করত বলে দাবি করেছে এনসিবি।
advertisement
advertisement
গত সপ্তাহেই অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবির গোয়েন্দারা। এনসিবি কর্তারা জানিয়েছেন আরিয়ান খানের মাদক সেবনের সঙ্গে অনন্যা পাণ্ডে জড়িত। অনন্যা পাণ্ডের বাড়ি থেকে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। অনন্যা পাণ্ডে ইডির স্ক্যানারে আসার পরেই বলিউডে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, শাহরুখ পুত্র আরিয়ান খানের মামলায় নতুন মোড়। সূত্রের খবর আরিয়ান খানের মুক্তির জন্য শাহরুখ খানের কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা চেয়েছে এনসিবি। খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মাদক কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেলে রাখা হয়েছে আরিয়ান খানকে। বারবারই আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে এনসিবি। তারা দাবি করেছে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খানের।
advertisement
এদিকে আরিয়ানের সঙ্গে ধৃত তার দুই বন্ধুকেও হেফাজতে রেখেছে এনসিবি। আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ নাকি বারবার অ্যাংজাইটি অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন তাঁর বাবা। রাতে ঘুমোতে পারছেন না তিনি। আরবাজের ক্ষেত্রে বিষয়টি সহজ হবে না কারণ তিনি এসআরকে পুত্র নন বলে দাবি করেছেন আরবাজ মার্চেন্টের বাবা। এদিকে মুনমুন ধামেচাকেই হেফাজতে রেখেছে এনসিবি।
advertisement
advertisement
সূত্রের খবর আরিয়ান খানের গ্রেফতারির পরেই নাকি সমীর ওয়াংখেড়েকে বিশেষ পদন্নোতি দেওয়া হয়েছে। তারপরেই জল্পনা শুরু হয় সমীর ওয়াংখেড়ের বিশেষ কারণেই আরিয়ান খানের মামলার তদন্ত শুরু করেছেন। শোরগোল শুরু হতেই সমীর ওয়াংখেড়ে নিরাপত্তা চেয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কী বলেন সেদিকেও নজর থাকবে সকলে।
advertisement
advertisement