ভারতে #Me Too ক্যাম্পেনকে জোরালো করে তুলে ধরেছেন সাংবাদিক সন্ধ্যা মেনন ৷ তিনজন মহিলার সঙ্গে নিজের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি ৷ এঁদের সকলের অভিযোগের আঙুল অভিনেতা ও পরিচালক রজত কাপুরের দিকে ৷ এই তিন মহিলার বিবরণ অনুযায়ি তাঁদের সঙ্গে সঠিক ব্যবহার করেননি তিনি ৷ (Image: Yogen Shah)