Bollywood Actress: 'আমার প্যান্টে হাত ঢুকিয়ে...!', ১৫-২০ মিনিটের ঘটনা ভাবলেই ভয়ে কাঁপেন! হাড়হিম অভিজ্ঞতা এই বলিউড অভিনেত্রীর

Last Updated:
Bollywood Actress: টিভি এবং চলচ্চিত্রের পর, অভিনেত্রী গৌতমী কাপুরকে আজকাল OTT-তে দেখা যাচ্ছে। সম্প্রতি OTT-তে আসা ওয়েব সিরিজ 'স্পেশ‍্যাল অপস'-এর সিজিন থ্রি-তে তাঁকে দেখা গিয়েছে।
1/8
টিভি এবং চলচ্চিত্রের পর, অভিনেত্রী গৌতমী কাপুরকে আজকাল OTT-তে দেখা যাচ্ছে। সম্প্রতি OTT-তে আসা ওয়েব সিরিজ 'স্পেশ‍্যাল অপস'-এর সিজিন থ্রি-তে তাঁকে দেখা গেছে। (ছবি সৌজন্যে: Instagram @gautamikapoor)
টিভি এবং চলচ্চিত্রের পর, অভিনেত্রী গৌতমী কাপুরকে আজকাল OTT-তে দেখা যাচ্ছে। সম্প্রতি OTT-তে আসা ওয়েব সিরিজ 'স্পেশ‍্যাল অপস'-এর সিজিন থ্রি-তে তাঁকে দেখা গিয়েছে। (ছবি সৌজন্যে: Instagram @gautamikapoor)
advertisement
2/8
'স্পেশ‍্যাল অপস' ওয়েব সিরিজে তিনি হিম্মত সিং (কে কে মেনন)-এর স্ত্রী সরোজের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি খুবই শক্তিশালী (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
'স্পেশ‍্যাল অপস' ওয়েব সিরিজে তিনি হিম্মত সিং (কে কে মেনন)-এর স্ত্রী সরোজের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি খুবই শক্তিশালী (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
advertisement
3/8
এদিকে, গৌতমী কাপুর তাঁর এক সাক্ষাৎকারে এমন কিছু কথা যা সকলকে অবাক করেছে। আসলে, গৌতমীর সঙ্গে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যখন সে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে, সে তার শৈশবে ঘটে যাওয়া একটি বেদনাদায়ক ঘটনার কথা বলেছেন। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
এদিকে, গৌতমী কাপুর তাঁর এক সাক্ষাৎকারে এমন কিছু কথা যা সকলকে অবাক করেছে। আসলে, গৌতমীর সঙ্গে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যখন সে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে, সে তার শৈশবে ঘটে যাওয়া একটি বেদনাদায়ক ঘটনার কথা বলেছেন। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
advertisement
4/8
গৌতমী যথারীতি বাসে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাঁর পাশে বসা একজন অপরিচিত ব্যক্তি তাঁর প্যান্টে হাত ঢুকিয়ে দেয়। তাঁর অস্বস্তি হয়। সে বুঝতে পারেনি তাঁর সঙ্গে কী ঘটছে। সে বলে, 'আমি এত ছোট ছিলাম যে আসলে কী ঘটছে তা বুঝতে আমার কয়েক মুহূর্ত সময় লেগেছিল।' (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
গৌতমী যথারীতি বাসে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাঁর পাশে বসা একজন অপরিচিত ব্যক্তি তাঁর প্যান্টে হাত ঢুকিয়ে দেয়। তাঁর অস্বস্তি হয়। সে বুঝতে পারেনি তাঁর সঙ্গে কী ঘটছে। সে বলে, 'আমি এত ছোট ছিলাম যে আসলে কী ঘটছে তা বুঝতে আমার কয়েক মুহূর্ত সময় লেগেছিল।' (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
advertisement
5/8
gগৌতমী আরও বলেন, ‘ভয়ে আমি তাৎক্ষণিকভাবে বাস থেকে নেমে পড়ি। প্রায় ১৫-২০ মিনিট ধরে আমি ভয়ে ভয়ে ছিলাম, ভাবছিলাম লোকটি হয়তো আমার পিছু নিচ্ছে।’ বাড়ি পৌঁছানোর পরও, সে তাঁর মাকে এই সব বলতে ভয় পেয়েছিল। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
গৌতমী আরও বলেন, ‘ভয়ে আমি তাৎক্ষণিকভাবে বাস থেকে নেমে পড়ি। প্রায় ১৫-২০ মিনিট ধরে আমি ভয়ে ভয়ে ছিলাম, ভাবছিলাম লোকটি হয়তো আমার পিছু নিচ্ছে।’ বাড়ি পৌঁছানোর পরও, সে তাঁর মাকে এই সব বলতে ভয় পেয়েছিল। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
advertisement
6/8
তারপর সে সাহস সঞ্চয় করে তাঁর মাকে সবকিছু খুলে বলল। এরপর সে সবসময় তাঁর মায়ের উত্তর মনে রাখল। তার মা বলেছিলেন, 'ভয় পাওয়ার পরিবর্তে, তোমার উচিত ছিল তাকে চড় মারা, তার কলার ধরে রাখা।' (ছবি সৌজন্যে: Instagram @gautamikapoor)
তারপর সে সাহস সঞ্চয় করে তাঁর মাকে সবকিছু খুলে বলল। এরপর সে সবসময় তাঁর মায়ের উত্তর মনে রাখল। তার মা বলেছিলেন, 'ভয় পাওয়ার পরিবর্তে, তোমার উচিত ছিল তাকে চড় মারা, তার কলার ধরে রাখা।' (ছবি সৌজন্যে: Instagram @gautamikapoor)
advertisement
7/8
গৌতমী বলেন, 'আমার মা আমাকে শিখিয়েছিলেন এরকম ঘটনা ঘটলে জোরে চিৎকার করতে এবং মোটেও ভয় না পেতে। প্রয়োজনে মরিচের স্প্রে ব্যবহার করতে অথবা জুতা খুলে মারতে।' (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
গৌতমী বলেন, 'আমার মা আমাকে শিখিয়েছিলেন এরকম ঘটনা ঘটলে জোরে চিৎকার করতে এবং মোটেও ভয় না পেতে। প্রয়োজনে মরিচের স্প্রে ব্যবহার করতে অথবা জুতা খুলে মারতে।' (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
advertisement
8/8
গৌতমী কাপুর হলেন বিখ্যাত অভিনেতা রাম কাপুরের স্ত্রী। ২০০০ সালে 'ঘর এক মন্দির' ছবির সেটে গৌতমীর সঙ্গে রাম কাপুরের দেখা হয়। দুই বছর প্রেম করার পর, এই দম্পতি ১৪ ফেব্রুয়ারি ২০০৩ সালে বিয়ে করেন। তাঁরা দুই সন্তানের বাবা-মা। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
গৌতমী কাপুর হলেন বিখ্যাত অভিনেতা রাম কাপুরের স্ত্রী। ২০০০ সালে 'ঘর এক মন্দির' ছবির সেটে গৌতমীর সঙ্গে রাম কাপুরের দেখা হয়। দুই বছর প্রেম করার পর, এই দম্পতি ১৪ ফেব্রুয়ারি ২০০৩ সালে বিয়ে করেন। তাঁরা দুই সন্তানের বাবা-মা। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @gautamikapoor)
advertisement
advertisement
advertisement