Bollywood Actress Lost Memory after Accident: দুর্ভাগা হিরোইন! দুর্ঘটনায় হারালেন সৌন্দর্য্য, ফিরতে পারলেন না বলিউডে, জীবিত হয়েও রয়ে গেলেন স্মৃতির খাতায়

Last Updated:
Anu Aggarwal: কারণ ১৯৯৯-এ একটি দুর্ঘটনার সম্মুখীন হন এবং ২৯ দিন কোমায় ছিলেন অনু।
1/7
এক ছবিতেই হিট হিরোইন৷ অনেক নামী নায়িকাকে দিয়েছিলেন জোড় টক্কর৷ তাঁর ছবির গান আজও ফেরে সকলের মুখে মুখে৷ কিন্তু দুর্ভাগা নায়িকা৷ একটা দুর্ঘটনা কেড়ে নিল তাঁর সৌন্দর্য৷ শেষ হল সব কিছু৷ আর তিনি সিনেমায় ফিরতে পারলেন না৷ কারণ তাঁর নায়িকাসুলভ চেহারার অভাব৷
এক ছবিতেই হিট হিরোইন৷ অনেক নামী নায়িকাকে দিয়েছিলেন জোড় টক্কর৷ তাঁর ছবির গান আজও ফেরে সকলের মুখে মুখে৷ কিন্তু দুর্ভাগা নায়িকা৷ একটা দুর্ঘটনা কেড়ে নিল তাঁর সৌন্দর্য৷ শেষ হল সব কিছু৷ আর তিনি সিনেমায় ফিরতে পারলেন না৷ কারণ তাঁর নায়িকাসুলভ চেহারার অভাব৷
advertisement
2/7
অনু আগারওয়াল ছিলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী৷ ১৯৯০ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি 'আশিকি' ছিল ব্লকবাস্টার হিট৷ রাতারাতি তিনি রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর সহ অনেক শীর্ষ অভিনেত্রীকে পিছনে ফেলে দেন।
অনু আগারওয়াল ছিলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী৷ ১৯৯০ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি 'আশিকি' ছিল ব্লকবাস্টার হিট৷ রাতারাতি তিনি রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর সহ অনেক শীর্ষ অভিনেত্রীকে পিছনে ফেলে দেন।
advertisement
3/7
কিন্তু একটা সময় আসে যখন অনু নিজেই এই ছবির কথা ভুলে গিয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। মুখ্য ভূমিকায় ছিলেন রাহুল রায়। ব্লকবাস্টার দেওয়ার ৫ বছর পরেই আনু নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে নেন।
কিন্তু একটা সময় আসে যখন অনু নিজেই এই ছবির কথা ভুলে গিয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। মুখ্য ভূমিকায় ছিলেন রাহুল রায়। ব্লকবাস্টার দেওয়ার ৫ বছর পরেই আনু নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে নেন।
advertisement
4/7
কারণ ১৯৯৯-এ একটি দুর্ঘটনার সম্মুখীন হন এবং ২৯ দিন কোমায় ছিলেন অনু।
কারণ ১৯৯৯-এ একটি দুর্ঘটনার সম্মুখীন হন এবং ২৯ দিন কোমায় ছিলেন অনু।
advertisement
5/7
দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অনু আগরওয়াল। দুর্ঘটনার পর যখন তাঁর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, তখন তিনি নিজের ছবি আশিকি দেখেছিলেন৷ এক সাক্ষাৎকারে অনু জানিয়েছেন যে এখন ধীরে ধীরে কামব্যাকের চেষ্টা করছেন তিনি৷
দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অনু আগরওয়াল। দুর্ঘটনার পর যখন তাঁর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, তখন তিনি নিজের ছবি আশিকি দেখেছিলেন৷ এক সাক্ষাৎকারে অনু জানিয়েছেন যে এখন ধীরে ধীরে কামব্যাকের চেষ্টা করছেন তিনি৷
advertisement
6/7
কিন্তু সেই সময় সিনেমায় নিজেকে দেখে তিনি কিছুতেই নিজেকে চিনতে পারছিলেন না৷ তাঁর মা তাঁকে বারবার বোঝাতে থাকেন যে ছবির নায়িকাই তিনি, কিন্তু তিনি তা মানতে পারছিলেন না৷
কিন্তু সেই সময় সিনেমায় নিজেকে দেখে তিনি কিছুতেই নিজেকে চিনতে পারছিলেন না৷ তাঁর মা তাঁকে বারবার বোঝাতে থাকেন যে ছবির নায়িকাই তিনি, কিন্তু তিনি তা মানতে পারছিলেন না৷
advertisement
7/7
এমনকী আশিকি ২ যখন রিলিজ করে, তখনও তাঁর প্রশ্ন ছিল যে ১ আর ২- তফাৎ কী৷ যদিও এই সিনেমা তাঁকে প্রভাবিত করেছিল৷
এমনকী আশিকি ২ যখন রিলিজ করে, তখনও তাঁর প্রশ্ন ছিল যে ১ আর ২- তফাৎ কী৷ যদিও এই সিনেমা তাঁকে প্রভাবিত করেছিল৷
advertisement
advertisement
advertisement