Bollywood Actress Gossip: নায়িকার বাস্তব জীবন সিনেমার মতো! বান্ধবীর স্বামীর সঙ্গে সম্পর্ক, গর্ভবতী হন অভিনেত্রী, তারপর...

Last Updated:
Amrita Arora Love Story: দিদি বিখ্যাৎ মডেল-নায়িকা৷ বন্ধুদের তালিকায় রয়েছে করিনা কাপুর খান, করিশ্মা কাপুরের মতো তারকারা। সেই অভিনেত্রীর জীবন জুড়ে কেচ্ছাকাহিনী৷ বান্ধবীর স্বামীর সঙ্গে সম্পর্কে গর্ভবতী হন
1/9
বলিউড অভিনেত্রী৷ খুব বেশি ছবিতে দেখা যায়নি তাঁকে৷ তবে জনপ্রিয় নায়িকাদের বিশেষ বন্ধু৷ মাঝেমধ্যেই একসঙ্গে পার্টি করেন৷ সেই নায়িকাই ঘটিয়েছিলেন এমন কাণ্ড যা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা৷ বান্ধবীর স্বামীর সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়ে হয়েছিলেন গর্ভবতী!
বলিউড অভিনেত্রী৷ খুব বেশি ছবিতে দেখা যায়নি তাঁকে৷ তবে জনপ্রিয় নায়িকাদের বিশেষ বন্ধু৷ মাঝেমধ্যেই একসঙ্গে পার্টি করেন৷ সেই নায়িকাই ঘটিয়েছিলেন এমন কাণ্ড যা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা৷ বান্ধবীর স্বামীর সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়ে হয়েছিলেন গর্ভবতী!
advertisement
2/9
দিদি বিখ্যাৎ মডেল-নায়িকা৷ বন্ধুদের তালিকায় রয়েছে করিনা কাপুর খান, করিশ্মা কাপুরের মতো তারকারা। সেই অভিনেত্রীর জীবন জুড়ে কেচ্ছাকাহিনী৷
দিদি বিখ্যাৎ মডেল-নায়িকা৷ বন্ধুদের তালিকায় রয়েছে করিনা কাপুর খান, করিশ্মা কাপুরের মতো তারকারা। সেই অভিনেত্রীর জীবন জুড়ে কেচ্ছাকাহিনী৷
advertisement
3/9
এই নায়িকা আর কেউ নন, অমৃতা আরোরা৷ মালাইকা আরোরার ছোট বোন৷
এই নায়িকা আর কেউ নন, অমৃতা আরোরা৷ মালাইকা আরোরার ছোট বোন৷
advertisement
4/9
খুব বেশি ছবিতে অভিনয় না করলেও, বলিউডে তিনি বেশ জনপ্রিয়৷ ছবি করার পাশাপাশি রিয়েলিটি শো-তেও দেখা গিয়েছে। ছবির জগতে সেভাবে নাম না করতে পারলেও, বাস্তবে তাঁর জীবন সিনেমার স্ক্রিপ্ট থেকে কিছু কম নয়৷
খুব বেশি ছবিতে অভিনয় না করলেও, বলিউডে তিনি বেশ জনপ্রিয়৷ ছবি করার পাশাপাশি রিয়েলিটি শো-তেও দেখা গিয়েছে। ছবির জগতে সেভাবে নাম না করতে পারলেও, বাস্তবে তাঁর জীবন সিনেমার স্ক্রিপ্ট থেকে কিছু কম নয়৷
advertisement
5/9
২০০২ -তে ‘কিতনে দূর কিতনে পাস’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবি খুব বেশি ব্যবসা করেনি৷ তবে প্রচারের আলোয়ে এসেছিলেন অমৃতা৷ ২০০৯-তে বিয়ে হয় অমৃতার৷ পাত্র শাকিল লাদাক৷
২০০২ -তে ‘কিতনে দূর কিতনে পাস’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবি খুব বেশি ব্যবসা করেনি৷ তবে প্রচারের আলোয়ে এসেছিলেন অমৃতা৷ ২০০৯-তে বিয়ে হয় অমৃতার৷ পাত্র শাকিল লাদাক৷
advertisement
6/9
তবে তাঁদের বিয়ে নিয়ে তৈরি হয়েছিল বিস্তর গোলমাল৷ শাকিলের প্রাক্তন স্ত্রী করেছিলেন ভয়ঙ্কর অভিযোগ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, শাকিল লাদাকের প্রাক্তন স্ত্রীর দাবি ছিল, অমৃতার সঙ্গে শাকিলের সম্পর্কের কারণেই সংসার ভেঙে গিয়েছিল তাঁর।
তবে তাঁদের বিয়ে নিয়ে তৈরি হয়েছিল বিস্তর গোলমাল৷ শাকিলের প্রাক্তন স্ত্রী করেছিলেন ভয়ঙ্কর অভিযোগ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, শাকিল লাদাকের প্রাক্তন স্ত্রীর দাবি ছিল, অমৃতার সঙ্গে শাকিলের সম্পর্কের কারণেই সংসার ভেঙে গিয়েছিল তাঁর।
advertisement
7/9
অমৃতা অরোরা এবং শাকিল লাদাক সেই কলেজের সময় থেকেই বন্ধু ছিলেন। শাকিলের স্ত্রী নিশাও অমৃতার বন্ধু ছিলেন। ২০০৫ সালে শাকিলের সঙ্গে অমৃতার ঘনিষ্ঠতা বাড়ে।
অমৃতা অরোরা এবং শাকিল লাদাক সেই কলেজের সময় থেকেই বন্ধু ছিলেন। শাকিলের স্ত্রী নিশাও অমৃতার বন্ধু ছিলেন। ২০০৫ সালে শাকিলের সঙ্গে অমৃতার ঘনিষ্ঠতা বাড়ে।
advertisement
8/9
এর আগে ২০০৪ সালে পাক বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার উসমানের সঙ্গে অমৃতার প্রেম হয়। উসমান যখন ভারতে আসতেন, তখন দুজনেই বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে যোগ দিতেন। সেই থেকেই তাঁদের আলাপ ও প্রেম৷ তবে সেই প্রেম টেকেনি৷
এর আগে ২০০৪ সালে পাক বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার উসমানের সঙ্গে অমৃতার প্রেম হয়। উসমান যখন ভারতে আসতেন, তখন দুজনেই বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে যোগ দিতেন। সেই থেকেই তাঁদের আলাপ ও প্রেম৷ তবে সেই প্রেম টেকেনি৷
advertisement
9/9
২০০৬ সাল নাগাদ বন্ধুর স্বামী শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অমৃতার। সেই সময় শাকিল এবং নিশার সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে ২০০৮ সালে নিশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শাকিলের।
২০০৬ সাল নাগাদ বন্ধুর স্বামী শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অমৃতার। সেই সময় শাকিল এবং নিশার সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে ২০০৮ সালে নিশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শাকিলের।
advertisement
advertisement
advertisement