Aishwarya-Abhishek: সর্বনাশ হয়ে গেল! সব গোপন কেচ্ছা ফাঁস ঐশ্বর্যর...! শ্বেতা মুখ খুলতেই 'তোলপাড়', শুনলে আঁতকে উঠবেন আপনিও
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Aishwarya-Abhishek: বচ্চন পরিবারের কেচ্ছা নিয়ে সর্বদা সরগরম সোশ্যাল মিডিয়া৷ একবার 'কফি উইথ করণ'-এ অতিথি হয়ে এসেছিলেন অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চন৷ এবং সেখানে এসেই প্রাক্তন মিস ওয়ার্ল্ডের বদভ্যাসের কথা ফাঁস করে দিয়েছিলেন, যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
advertisement
advertisement
advertisement
advertisement
তবে ঐশ্বর্যর বদ অভ্যাসের কথা ফাঁস করার পাশাপাশি করণ জোহরের চ্যাট শোতে জয়া বচ্চন তাঁর পুত্রবধূ ঐশ্বর্যর গুণের কথাও বলেছিলেন। 'কফি উইথ করণ'-এ জয়া আরও বলেছিলেন, 'অমিতাভ যখন ঐশ্বর্যকে দেখেন, তখন তাঁর চোখ জলে ভরে ওঠে। তাদের ধারণা, শ্বেতা বাড়িতে আসছে। শ্বেতার বিয়ের পর বচ্চন পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছিল ঐশ্বর্য সেই শূন্যতা পূরণ করেছে।
advertisement
advertisement