Bollywood Actor: ধনসম্পত্তির নিরিখে আমির -রণবীরকে টেক্কা দিয়েও বলিউডকে বিদায়! বাবা-কাকার কম্পানিতে চাকরিই ভরসা
- Published by:Salmali Das
- Reported by:Trending Desk
Last Updated:
Bollywood Actor: বি-টাউনে সফল ডেবিউ হয়েছিল তাঁর। ২০১৩ সালের রোম্যান্টিক ড্রামা প্রভু দেবা পরিচালিত ‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির হাত ধরে শক্তিশালী ডেবিউ হয়েছিল গিরীশ কুমারের। যদিও ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকতে পারেননি তিনি।
advertisement
advertisement
advertisement
পরিচালকের তেলুগু ছবি ‘Nuvvostanante Nenoddantana’-এর রিমেক ছিল এটি। এই ছবিতে অভিনয় করেছিলেন সুপারস্টার কমল হাসানের কন্যা শ্রুতি হাসানও। দুর্দান্ত হিট গানের জন্য আজও সকলে এই ছবির কথা মনে রেখেছেন। তবে বক্স অফিসে গড়পরতা ব্যবসা করেছে এই ছবিটি। যদিও ‘রামাইয়া বাস্তবাইয়া’ ভক্তদের মনে গভীর ছাপ রাখতে পেরেছিল। নিজের ডেবিউ ছবির জন্য সেরা ডেবিউ অথবা নবাগত হিসেবে মনোনয়ন পেয়েছিলেন গিরীশ।
advertisement
‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির পর মাত্র একটি ছবিতেই দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এর নাম ‘Loveshhuda’। নবনীত কৌর ধিলোঁর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সমালোচকদের থেকে নেতিবাচক রিভিউ এসেছিল। এর পরে অবশ্য অভিনয় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা। তারপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
advertisement
‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির পর মাত্র একটি ছবিতেই দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এর নাম ‘Loveshhuda’। নবনীত কৌর ধিলোঁর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সমালোচকদের থেকে নেতিবাচক রিভিউ এসেছিল। এর পরে অবশ্য অভিনয় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা। তারপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
advertisement
advertisement
advertisement