Bollywood Actor: ধনসম্পত্তির নিরিখে আমির -রণবীরকে টেক্কা দিয়েও বলিউডকে বিদায়! বাবা-কাকার কম্পানিতে চাকরিই ভরসা

Last Updated:
Bollywood Actor: বি-টাউনে সফল ডেবিউ হয়েছিল তাঁর। ২০১৩ সালের রোম্যান্টিক ড্রামা প্রভু দেবা পরিচালিত ‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির হাত ধরে শক্তিশালী ডেবিউ হয়েছিল গিরীশ কুমারের। যদিও ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকতে পারেননি তিনি।
1/9
বর্তমানে বি-টাউনে যেন নতুন এবং অসাধারণ প্রতিভার ছড়াছড়ি। তাই কোনও প্রতিভা যদি নীরবে-নিঃশব্দে হারিয়েও যায়, সেটা বোঝাও যায় না। আজকের প্রতিবেদনে তেমনই একজন অভিনেতার গল্প শুনে নেওয়া যাক। আসলে ২০১০-এর দশকের গোড়ার দিকে সেই অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন।
বর্তমানে বি-টাউনে যেন নতুন এবং অসাধারণ প্রতিভার ছড়াছড়ি। তাই কোনও প্রতিভা যদি নীরবে-নিঃশব্দে হারিয়েও যায়, সেটা বোঝাও যায় না। আজকের প্রতিবেদনে তেমনই একজন অভিনেতার গল্প শুনে নেওয়া যাক। আসলে ২০১০-এর দশকের গোড়ার দিকে সেই অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন।
advertisement
2/9
আসলে সেই সময়টায় একাধিক দক্ষ প্রতিভাধর অভিনেতা-অভিনেত্রীর আগমন ঘটেছিল বি-টাউনে। এঁদের মধ্যে অন্যতম হলেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধওয়ান, কৃতী শ্যানন এবং সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে তাঁরা প্রত্যেকেই বলিউডে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন।
আসলে সেই সময়টায় একাধিক দক্ষ প্রতিভাধর অভিনেতা-অভিনেত্রীর আগমন ঘটেছিল বি-টাউনে। এঁদের মধ্যে অন্যতম হলেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধওয়ান, কৃতী শ্যানন এবং সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে তাঁরা প্রত্যেকেই বলিউডে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন।
advertisement
3/9
বি-টাউনকে বিদায়:এখানে যে সময়ের কথা হচ্ছে, সেই সময় বলিউডে পা রেখেছিলেন অভিনেতা গিরীশ কুমার। বি-টাউনে সফল ডেবিউ হয়েছিল তাঁর। ২০১৩ সালের রোম্যান্টিক ড্রামা প্রভু দেবা পরিচালিত ‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির হাত ধরে শক্তিশালী ডেবিউ হয়েছিল গিরীশ কুমারের। যদিও ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকতে পারেননি তিনি।
বি-টাউনকে বিদায়:এখানে যে সময়ের কথা হচ্ছে, সেই সময় বলিউডে পা রেখেছিলেন অভিনেতা গিরীশ কুমার। বি-টাউনে সফল ডেবিউ হয়েছিল তাঁর। ২০১৩ সালের রোম্যান্টিক ড্রামা প্রভু দেবা পরিচালিত ‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির হাত ধরে শক্তিশালী ডেবিউ হয়েছিল গিরীশ কুমারের। যদিও ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকতে পারেননি তিনি।
advertisement
4/9
পরিচালকের তেলুগু ছবি ‘Nuvvostanante Nenoddantana’-এর রিমেক ছিল এটি। এই ছবিতে অভিনয় করেছিলেন সুপারস্টার কমল হাসানের কন্যা শ্রুতি হাসানও। দুর্দান্ত হিট গানের জন্য আজও সকলে এই ছবির কথা মনে রেখেছেন। তবে বক্স অফিসে গড়পরতা ব্যবসা করেছে এই ছবিটি। যদিও ‘রামাইয়া বাস্তবাইয়া’ ভক্তদের মনে গভীর ছাপ রাখতে পেরেছিল। নিজের ডেবিউ ছবির জন্য সেরা ডেবিউ অথবা নবাগত হিসেবে মনোনয়ন পেয়েছিলেন গিরীশ।
পরিচালকের তেলুগু ছবি ‘Nuvvostanante Nenoddantana’-এর রিমেক ছিল এটি। এই ছবিতে অভিনয় করেছিলেন সুপারস্টার কমল হাসানের কন্যা শ্রুতি হাসানও। দুর্দান্ত হিট গানের জন্য আজও সকলে এই ছবির কথা মনে রেখেছেন। তবে বক্স অফিসে গড়পরতা ব্যবসা করেছে এই ছবিটি। যদিও ‘রামাইয়া বাস্তবাইয়া’ ভক্তদের মনে গভীর ছাপ রাখতে পেরেছিল। নিজের ডেবিউ ছবির জন্য সেরা ডেবিউ অথবা নবাগত হিসেবে মনোনয়ন পেয়েছিলেন গিরীশ।
advertisement
5/9
‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির পর মাত্র একটি ছবিতেই দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এর নাম ‘Loveshhuda’। নবনীত কৌর ধিলোঁর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সমালোচকদের থেকে নেতিবাচক রিভিউ এসেছিল। এর পরে অবশ্য অভিনয় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা। তারপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির পর মাত্র একটি ছবিতেই দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এর নাম ‘Loveshhuda’। নবনীত কৌর ধিলোঁর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সমালোচকদের থেকে নেতিবাচক রিভিউ এসেছিল। এর পরে অবশ্য অভিনয় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা। তারপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
advertisement
6/9
‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির পর মাত্র একটি ছবিতেই দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এর নাম ‘Loveshhuda’। নবনীত কৌর ধিলোঁর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সমালোচকদের থেকে নেতিবাচক রিভিউ এসেছিল। এর পরে অবশ্য অভিনয় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা। তারপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবির পর মাত্র একটি ছবিতেই দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এর নাম ‘Loveshhuda’। নবনীত কৌর ধিলোঁর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সমালোচকদের থেকে নেতিবাচক রিভিউ এসেছিল। এর পরে অবশ্য অভিনয় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা। তারপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।
advertisement
7/9
বাবা এবং কাকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে Tips Industries-এর চিফ অপারেটিং অফিসার তিনি। এনএসই ডেটা অনুযায়ী, ২৪ জুন ২০২৫ তারিখ বা মঙ্গলবার স্টক মার্কেট বন্ধ হওয়ার সময় Tips Music Industries-এর মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ৮৫৩৩.৪০ কোটি টাকা।
বাবা এবং কাকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে Tips Industries-এর চিফ অপারেটিং অফিসার তিনি। এনএসই ডেটা অনুযায়ী, ২৪ জুন ২০২৫ তারিখ বা মঙ্গলবার স্টক মার্কেট বন্ধ হওয়ার সময় Tips Music Industries-এর মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ৮৫৩৩.৪০ কোটি টাকা।
advertisement
8/9
গিরীশের সম্পত্তি:পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার পর গিরীশের সৌভাগ্য উজ্জ্বল হয়েছে। বর্তমান সফল অভিনেতাদের তুলনায় বেশি ধনী তিনি। কোম্পানির স্টেকের কারণে গিরীশের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ২১৬৪ কোটি টাকার কাছাকাছি। 
গিরীশের সম্পত্তি:পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার পর গিরীশের সৌভাগ্য উজ্জ্বল হয়েছে। বর্তমান সফল অভিনেতাদের তুলনায় বেশি ধনী তিনি। কোম্পানির স্টেকের কারণে গিরীশের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ২১৬৪ কোটি টাকার কাছাকাছি।
advertisement
9/9
মুম্বইয়ে জীবনযাপন:প্রাক্তন অভিনেতা গিরীশ নিজের ছোটবেলার প্রেমিকা কৃষ্ণার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তাঁদের এক সন্তান রয়েছে। চলতি মাসের গোড়ার দিকে মুম্বই থেকে বেরোতে এবং মুম্বইয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। ছবিশিকারীরা ক্যামেরাবন্দি করেছেন তাঁকে।
মুম্বইয়ে জীবনযাপন:প্রাক্তন অভিনেতা গিরীশ নিজের ছোটবেলার প্রেমিকা কৃষ্ণার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তাঁদের এক সন্তান রয়েছে। চলতি মাসের গোড়ার দিকে মুম্বই থেকে বেরোতে এবং মুম্বইয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। ছবিশিকারীরা ক্যামেরাবন্দি করেছেন তাঁকে।
advertisement
advertisement
advertisement