Hero in Politics: ভরা যৌবনেই ফিল্ম কেরিয়ারে ফুলস্টপ! বিজেপির মুখ্যমন্ত্রীর সঙ্গে 'গোপন বৈঠক', বন্ধ ঘরে কী ঠিক হল...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সম্প্রতি রাজস্থানের (বিজেপি) মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা এবং কথা হয়েছে বলিউজে নায়কের৷ তবে এত কম বয়সেই রাজনীতিতে তিনি পা দেবেন কিনা, সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
advertisement
তিনি কার্তিক আরিয়ান৷ তাঁর আসন্ন ছবি 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' নিয়ে অনেক দিন ধরেই খবরে রয়েছেন। তিনি এই ছবির শুটিং নিয়েও আজকাল খুব ব্যস্ত। সম্প্রতি তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর এক্স অ্যাকাউন্টে এই সাক্ষাতের একটি ছবিও শেয়ার করেছেন, যা বেশ ভাইরাল।
advertisement
কার্তিক আরিয়ান আজকাল খুবই জনপ্রিয়। তাঁর ছবিগুলো বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে। কার্তিক আরিয়ান তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ছোট বাজেটের ছবি দিয়ে, কিন্তু আজ তিনি বড় পর্দায় সাফল্যের গ্যারান্টি হয়ে উঠেছেন। তার ছবিগুলো মুক্তির আগেই আলোড়ন সৃষ্টি করে। সোনু কে টিটু কি সুইটি, ভুল ভুলাইয়া ২ এবং পতি, পত্নী অর ওহ এর মতো ছবিগুলো কেবল প্রচুর আয়ই করেনি, বরং তাকে জনসাধারণের প্রিয় তারকাও করে তুলেছে।
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, ১৯৮৩ সালে 'হিরো' ছবির মাধ্যমে জ্যাকি শ্রফকে লঞ্চ করেছিলেন সুভাষ ঘাই। এই সম্পর্কের দিকে তাকালে কার্তিক জ্যাকিকে 'তু মেরি ম্যায় তেরা' ছবির 'ক্রিমিনাল হিরো' বলে অভিহিত করেছিলেন। সুভাষ ঘাই তার ক্যারিয়ারের প্রথম দিকে কার্তিক আরিয়ানকে অনেক সমর্থন করেছিলেন। ২০১৪ সালে 'কাঞ্চি - দ্য আনব্রেকেবল' ছবিতে তিনি তার সঙ্গে কাজ করেছিলেন।
advertisement