Bollywood Actor Life Story: মাত্র ৫-এ পিতৃহারা, বাস কন্ডাক্টরি করে পেট চালানো, চোখের সামনে ছেলেকে জেলে যেতে দেখা... তারকা হয়েও দেউলিয়া সেই নায়ক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bollywood Actor Life Story: অনস্ক্রিন অভিনয় দক্ষতার জন্য মানুষের ভালবাসা পেয়েছেন সারা জীবন। পাশাপাশি অফস্ক্রিন ব্যক্তিত্বের কারণে অঢেল সম্মান পেয়েছেন। জমিদারের পরিবারে জন্মেও পেটের টানে সবরকম কাজে নিয়োগ করেছেন নিজেকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সুনীলের কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাঁকে ছবিতে বড় ব্রেক দেন। ১৯৫৫ সালের ছবি ‘রেলওয়ে প্ল্যাটফর্ম’-এ অভিনয় করেন সুনীল। পরবর্তীতে, সুনীল বিআর চোপড়ার ‘এক হি রাস্তা’ (১৯৫৬) এবং মেহবুব খানের কাল্ট ছবি ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৭) দিয়ে তারকার খ্যাতি পান। অন্যান্য জনপ্রিয় হিটগুলির মধ্যে রয়েছে ‘সাধনা’ (১৯৫৮), ‘গুমরাহ’ (১৯৬৩), ‘ওয়াক্ত’ (১৯৬৫), এবং ‘পড়োসন’ (১৯৬৮)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে ১৯৮০-এর দশক থেকে সুনীল আর নায়কের ভূমিকা পান না। পার্শ্বচরিত্রে অভিনয় করে রোজগার করতে থাকেন। ১৯৯৩ সালে অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন। এরই মাঝে ছেলে সঞ্জয়ের হাজতবাসের মতো ঘটনায় ফের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। কিন্তু সঞ্জয়েরই ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩) দিয়ে ফের ছবির জগতে পা রাখেন সুনীল।
advertisement
১৯৮১ সালে সুনীলকে এক বছরের জন্য মহারাষ্ট্র সরকার মুম্বইয়ের শেরিফ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ২০০৪ সালে তিনি মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং মৃত্যুর আগে পর্যন্ত উত্তর-পশ্চিম মুম্বই থেকে সংসদের সদস্য ছিলেন। ২০০৫ সালের ২৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুনীল।