দীপিকার ‘ছপক’ লুক দেখে আবেগে ভাসলেন অ্যাসিড হামলার ভুক্তভোগী কঙ্গনার দিদি রঙ্গোলি
Last Updated:
• বরাবরই উজ্জ্বল, দৃঢ়, ব্যক্তিময়ীর চরিত্রে নজর কেড়েছেন দীপিকা ৷ কখনও ‘মস্তানি’, আবার কখনও ‘পদ্মাবতী’ ৷ লড়াকু নারীর গল্প পর্দায় দারুণ ভাবে ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার ৷ তবে এবার নিজের চেনা প্রচলিত গতের বাইরে বেরিয়ে আরও খানিকটা সাহসী পদক্ষেপ নিলেন দীপিকা ৷ রিল লাইফে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের গল্পকেই ফুটিয়ে তুলবেন নায়িকা ৷ সেই ছবির ফার্স্ট লুক গতকালই মুক্তি পেয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
• নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করলেন নায়িকা ৷ ছবিতে দীপিকার ত্বক কুচকানো, ঝলসানো, কিছুটা বিকৃত ৷ তবু মুখের হাসিটি অমলিন ৷ ছবির মধ্যে নৃশংসতা আছে, আছে ভয়ঙ্কর চক্রান্তের গন্ধও ৷ তবু নায়িকার মুখের ওই হাসিটার মধ্যে কোথাও একটা লুকিয়ে রয়েছে না মরতে দেওয়া আত্মবিশ্বাস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement
• জানা যায়, রঙ্গোলি হিমাচল প্রদেশের প্রথম অ্যাসিড অ্যাটাক সারভাইভার ৷ অবিনাশ নামের এক যুবক তাঁর উপর হামলা চালায় ৷ অবিনাশকে গ্রেফতার করা হয় ৷ ২০০৬ সালে এই হামলার পর রঙ্গোলির মুখের অনেকাংশ পুড়ে যায় এবং একটি চোখের ৯০ শতাংশ দৃষ্টি শক্তি চলে যায়। একটা কান নষ্ট হয়ে যায়। পরে ৫৭টি অস্ত্রপচারের মাধ্যমে অনেকটা স্বাভাবিক চেহারা ফিরে পান রঙ্গোলি। ছবি: ইনস্টাগ্রাম ৷