Bollywood: কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত...৩টে-৪টে বিয়ে করেছেন যে ৯ সুপারস্টার ও গায়ক

Last Updated:
এমন অনেক বলি-তারকা আছেন, যাঁরা ভালবাসার উপর বিশ্বাস হারাননি। ২টো বিয়ে ভেঙে যাবার পর-ও বিয়ে করে গিয়েছেন...৩টে, ৪টে বা তার-ও বেশি বিয়ে করেছেন। তালিকায় কারা-কারা আছেন বলুন তো?
1/10
বলিটাউনে ২টো বিয়ে তো আখছার! কিন্তু এমন অনেক বলি-তারকা আছেন, যাঁরা ভালবাসার উপর বিশ্বাস হারাননি। ২টো বিয়ে ভেঙে যাবার পর-ও বিয়ে করে গিয়েছেন...৩টে, ৪টে বা তার-ও বেশি বিয়ে করেছেন। তালিকায় কারা-কারা আছেন বলুন তো?
বলিটাউনে ২টো বিয়ে তো আখছার! কিন্তু এমন অনেক বলি-তারকা আছেন, যাঁরা ভালবাসার উপর বিশ্বাস হারাননি। ২টো বিয়ে ভেঙে যাবার পর-ও বিয়ে করে গিয়েছেন...৩টে, ৪টে বা তার-ও বেশি বিয়ে করেছেন। তালিকায় কারা-কারা আছেন বলুন তো?
advertisement
2/10
সঞ্জয় দত্ত-- ৩০৮ জন মহিলার সঙ্গে তিনি প্রেম করেছেন, এ'কথা নিজেই বায়োপিকে জানিয়েছেন সঞ্জয় দত্ত। সঞ্জুর তিনটে বিয়ে। প্রথম বিয়ে ১৯৯১ সালে, রীচা শর্মার সঙ্গে। রীচার মৃত্যুর ২ বছর পর সঞ্জয় বিয়ে করেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়। সঞ্জয়ের তৃতীয় বিয়ে মাণ্যতার সঙ্গে। সেই সময় মাণ্যতার নাম ছিল দিলনওয়াজ শেখ। সঞ্জয় দত্ত-- ৩০৮ জন মহিলার সঙ্গে তিনি প্রেম করেছেন, এ'কথা নিজেই বায়োপিকে জানিয়েছেন সঞ্জয় দত্ত। সঞ্জুর তিনটে বিয়ে। প্রথম বিয়ে ১৯৯১ সালে, রীচা শর্মার সঙ্গে। রীচার মৃত্যুর ২ বছর পর সঞ্জয় বিয়ে করেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়। সঞ্জয়ের তৃতীয় বিয়ে মাণ্যতার সঙ্গে। সেই সময় মাণ্যতার নাম ছিল দিলনওয়াজ শেখ।
সঞ্জয় দত্ত-- ৩০৮ জন মহিলার সঙ্গে তিনি প্রেম করেছেন, এ'কথা নিজেই বায়োপিকে জানিয়েছেন সঞ্জয় দত্ত। সঞ্জুর তিনটে বিয়ে। প্রথম বিয়ে ১৯৯১ সালে, রীচা শর্মার সঙ্গে। রীচার মৃত্যুর ২ বছর পর সঞ্জয় বিয়ে করেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়। সঞ্জয়ের তৃতীয় বিয়ে মাণ্যতার সঙ্গে। সেই সময় মাণ্যতার নাম ছিল দিলনওয়াজ শেখ। সঞ্জয় দত্ত-- ৩০৮ জন মহিলার সঙ্গে তিনি প্রেম করেছেন, এ'কথা নিজেই বায়োপিকে জানিয়েছেন সঞ্জয় দত্ত। সঞ্জুর তিনটে বিয়ে। প্রথম বিয়ে ১৯৯১ সালে, রীচা শর্মার সঙ্গে। রীচার মৃত্যুর ২ বছর পর সঞ্জয় বিয়ে করেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়। সঞ্জয়ের তৃতীয় বিয়ে মাণ্যতার সঙ্গে। সেই সময় মাণ্যতার নাম ছিল দিলনওয়াজ শেখ।
advertisement
3/10
করণ সিং গ্রোভার-- বঙ্গতনয়া বিপাশা বসুর বর্তমান স্বামী করণ সিং গ্রোভার। তবে, এটি তাঁর তৃতীয় বিয়ে। করণের প্রথম বিয়ে শ্রদ্ধা নিগমের সঙ্গে। বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। শোনা যায়, করণের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই বিয়েটা টেকেনি। এরপর ২০১২ সালে করণ সিং গ্রোভার বিয়ে করেন জেনিফার উইংগেট-এর সঙ্গে। কিন্তু এই বিয়ের মেয়াদ-ও ছিল মাত্র ২ বছর।
করণ সিং গ্রোভার-- বঙ্গতনয়া বিপাশা বসুর বর্তমান স্বামী করণ সিং গ্রোভার। তবে, এটি তাঁর তৃতীয় বিয়ে। করণের প্রথম বিয়ে শ্রদ্ধা নিগমের সঙ্গে। বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। শোনা যায়, করণের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই বিয়েটা টেকেনি। এরপর ২০১২ সালে করণ সিং গ্রোভার বিয়ে করেন জেনিফার উইংগেট-এর সঙ্গে। কিন্তু এই বিয়ের মেয়াদ-ও ছিল মাত্র ২ বছর।
advertisement
4/10
কবীর বেদি-- বলিউডের 'এভারগ্রিন' কবীর বেদি বিয়ে করেছেন ৪ বার। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন প্রতীমা বেদিকে, যিনি পেশায় নৃত্যশিল্পী ছিলেন। তাঁদের মেয়ে পূজা বেদি। ছেলে সিদ্ধার্থ সিৎজোফ্রেনিয়ার রোগী ছিলেন, ২৬ বছর বয়সে আত্মহত্যা করেন। ক্রমে প্রতীমার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে কবীর বেদির। সেই সময় তিনি পরভিন বাবির সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু দু'জনের বিয়ে হয়নি। কবীর বেদির সঙ্গে ব্রেক-আপে বিধ্বস্থ হয়ে পড়েন পরভিন বাবি। কবীর বেদির দ্বিতীয় বিয়ে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুজান হামফ্রে-র সঙ্গে। তাঁদের ছেলে আদম বেদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল। বলিউডে ডৈবিউ করেন 'হেলো? কৌন হ্যায়'-এর ছবি দিয়ে। কবীরের তৃতীয় বিয়ে টিভি ও রেডিও প্রেসেন্টর নিক্কি বেদির সঙ্গে। এখানেই থামেননি কবীর বেদি। তিনি ৭০ বছর বয়সে বিয়ে করেন পরভিন দুসাঞ্জ-এর সঙ্গে।
কবীর বেদি-- বলিউডের 'এভারগ্রিন' কবীর বেদি বিয়ে করেছেন ৪ বার। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন প্রতীমা বেদিকে, যিনি পেশায় নৃত্যশিল্পী ছিলেন। তাঁদের মেয়ে পূজা বেদি। ছেলে সিদ্ধার্থ সিৎজোফ্রেনিয়ার রোগী ছিলেন, ২৬ বছর বয়সে আত্মহত্যা করেন। ক্রমে প্রতীমার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে কবীর বেদির। সেই সময় তিনি পরভিন বাবির সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু দু'জনের বিয়ে হয়নি। কবীর বেদির সঙ্গে ব্রেক-আপে বিধ্বস্থ হয়ে পড়েন পরভিন বাবি। কবীর বেদির দ্বিতীয় বিয়ে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুজান হামফ্রে-র সঙ্গে। তাঁদের ছেলে আদম বেদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল। বলিউডে ডৈবিউ করেন 'হেলো? কৌন হ্যায়'-এর ছবি দিয়ে। কবীরের তৃতীয় বিয়ে টিভি ও রেডিও প্রেসেন্টর নিক্কি বেদির সঙ্গে। এখানেই থামেননি কবীর বেদি। তিনি ৭০ বছর বয়সে বিয়ে করেন পরভিন দুসাঞ্জ-এর সঙ্গে।
advertisement
5/10
লাকি আলি-- লাকি আলি নিজের মুখেই বলেন, আমার সঙ্গে একটা বিয়ে খাপ খায় না! তিনি প্রথম বিয়ে করেন নিউজিল্যান্ডের মেঘান জেন ম্যাক ক্লিয়েরির সঙ্গে।' ও সনম' গানে তাঁকে দেখাও যায়। ২০০০ সালে লাকি আলি প্রেমে পড়েন অনাহিতার। সে'কথা জানান মেঘান-কেও, কারণ তিনি মেঘানকে ঠকাতে চাননি। লাকি আলির তৃতীয় বিয়ে প্রাক্তন মিস ইংল্যান্ড কেট এলিজাবেথ হালাম-এর সঙ্গে। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়, ২০১৭ সালে বিবাহ-বিচ্ছেদ।
লাকি আলি-- লাকি আলি নিজের মুখেই বলেন, আমার সঙ্গে একটা বিয়ে খাপ খায় না! তিনি প্রথম বিয়ে করেন নিউজিল্যান্ডের মেঘান জেন ম্যাক ক্লিয়েরির সঙ্গে।' ও সনম' গানে তাঁকে দেখাও যায়। ২০০০ সালে লাকি আলি প্রেমে পড়েন অনাহিতার। সে'কথা জানান মেঘান-কেও, কারণ তিনি মেঘানকে ঠকাতে চাননি। লাকি আলির তৃতীয় বিয়ে প্রাক্তন মিস ইংল্যান্ড কেট এলিজাবেথ হালাম-এর সঙ্গে। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়, ২০১৭ সালে বিবাহ-বিচ্ছেদ।
advertisement
6/10
সিদ্ধার্থ রয় কাপুর-- ২০১২ সালে সিদ্ধার্থ রয় কাপুর বিয়ে করেন বিদ্যা বালনকে। এটি তাঁর তৃতীয় বিয়ে। সিদ্ধার্থের প্রথম বিয়ে ছোটবেলার বন্ধু আরতি বাজাজ-এর সঙ্গে। দ্বিতীয় বিয়ে এক টিভি প্রযোজকের সঙ্গে। ২০০৮ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। এরপর-ই বিদ্যাকে বিয়ে করেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ রয় কাপুর-- ২০১২ সালে সিদ্ধার্থ রয় কাপুর বিয়ে করেন বিদ্যা বালনকে। এটি তাঁর তৃতীয় বিয়ে। সিদ্ধার্থের প্রথম বিয়ে ছোটবেলার বন্ধু আরতি বাজাজ-এর সঙ্গে। দ্বিতীয় বিয়ে এক টিভি প্রযোজকের সঙ্গে। ২০০৮ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। এরপর-ই বিদ্যাকে বিয়ে করেন সিদ্ধার্থ।
advertisement
7/10
আদনান স্বামী-- ৪ বার বিয়ে করেছেন আদনান স্বামী। প্রথমবার বিয়ে করেন অভিনেত্রী জেবা বখতিয়ারের সঙ্গে। ৩ বছর সেই বিয়ে টিকেছিল। এরপর আদনান স্বামী বিয়ে করেন দুবাইয়ের আরাব সাবাহ গলাদারিকে। সেই বিয়ে টেকে আড়াই বছর। এর দুবছর বাদে আদনান ফের বিয়ে করেন তাঁর দ্বিতীয় বউ-কেই। ততদিনে তিনি মেদ ঝড়িয়ে 'স্লিম'! কিন্তু দুঃখের বিষয়, সেবার-ও বিয়ে টেকেনি। একবছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। ২০১০ সালে তিনি বিয়ে করেন রোয়া সামি খান-কে।
আদনান স্বামী-- ৪ বার বিয়ে করেছেন আদনান স্বামী। প্রথমবার বিয়ে করেন অভিনেত্রী জেবা বখতিয়ারের সঙ্গে। ৩ বছর সেই বিয়ে টিকেছিল। এরপর আদনান স্বামী বিয়ে করেন দুবাইয়ের আরাব সাবাহ গলাদারিকে। সেই বিয়ে টেকে আড়াই বছর। এর দুবছর বাদে আদনান ফের বিয়ে করেন তাঁর দ্বিতীয় বউ-কেই। ততদিনে তিনি মেদ ঝড়িয়ে 'স্লিম'! কিন্তু দুঃখের বিষয়, সেবার-ও বিয়ে টেকেনি। একবছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। ২০১০ সালে তিনি বিয়ে করেন রোয়া সামি খান-কে।
advertisement
8/10
কিশোর কুমার-- এই কিংবদন্তীও বিয়ে করেছিলেন ৪ টে। প্রথম বিয়ে রুমা গুহ ঠাকুরতার সঙ্গে। বয়স তখন ২১। ৮ বছর বাদে তাঁদের ডিভোর্স হয়ে যায়। কিশোর কুমারের দ্বিতীয় বিয়ে মধুবালার সঙ্গে। কিন্তু বিয়ের ৯ বছর বাদে মধুবালার মৃত্যু হয়। কিশোর কুমারের তৃতীয় স্ত্রী অভিনেত্রী যোগিতা বালি। এই বিয়ে টিকেছিল ২ বছর। এরপর কিশোর কুমার প্রেমে পড়েন বলিউড অভিনেত্রী লীনা চন্দভরকর-এর। তাঁরা বিয়েও করেন। কিশোর কুমারের শেষদিন পর্যন্ত তিনি-ই স্ত্রী ছিলেন।
কিশোর কুমার-- এই কিংবদন্তীও বিয়ে করেছিলেন ৪ টে। প্রথম বিয়ে রুমা গুহ ঠাকুরতার সঙ্গে। বয়স তখন ২১। ৮ বছর বাদে তাঁদের ডিভোর্স হয়ে যায়। কিশোর কুমারের দ্বিতীয় বিয়ে মধুবালার সঙ্গে। কিন্তু বিয়ের ৯ বছর বাদে মধুবালার মৃত্যু হয়। কিশোর কুমারের তৃতীয় স্ত্রী অভিনেত্রী যোগিতা বালি। এই বিয়ে টিকেছিল ২ বছর। এরপর কিশোর কুমার প্রেমে পড়েন বলিউড অভিনেত্রী লীনা চন্দভরকর-এর। তাঁরা বিয়েও করেন। কিশোর কুমারের শেষদিন পর্যন্ত তিনি-ই স্ত্রী ছিলেন।
advertisement
9/10
কমল হাসান--প্রথম স্ত্রী বাণী গণপতি। ১০ বছর বিয়ে টিকেছিল, কিন্তু দম্পতির কোন-ও সন্তান হয় নি। কমল হাসানের দ্বিতীয় বিয়ে অভিনেত্রী সারিকার সঙ্গে। তাঁদের দুই সন্তান শ্রুতি হাসান ও অক্ষরা হাসান। সারিকার সঙ্গে ডিভোর্সের পর গৌতমী তাডিমাল্লার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন কমল হাসান যদিও ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যান।
কমল হাসান--প্রথম স্ত্রী বাণী গণপতি। ১০ বছর বিয়ে টিকেছিল, কিন্তু দম্পতির কোন-ও সন্তান হয় নি। কমল হাসানের দ্বিতীয় বিয়ে অভিনেত্রী সারিকার সঙ্গে। তাঁদের দুই সন্তান শ্রুতি হাসান ও অক্ষরা হাসান। সারিকার সঙ্গে ডিভোর্সের পর গৌতমী তাডিমাল্লার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন কমল হাসান যদিও ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যান।
advertisement
10/10
বিনোদ মেহরা-- ৭০ও ৮০-র দশকের হার্টথ্রব বিনোদ মেহরা প্রথম বিয়ে করেন মীনা ব্রোকা-র সঙ্গ। এটি অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই হার্ট অ্যাটাক হয় বিনোদ মেহরার। এরপর-ই গুঞ্জন শোনা যায়, অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীর সঙ্গে নাকি পালিয়েছেন বিনোদ। বীনা বাধ্য হন বিনোদকে ডিভোর্স করতে। বিনোদ ও বিন্দিয়ার বিয়ে টিকেছিল ৪ বছর। বিন্দিয়া বিনোদকে ছেড়ে চলে যান, বিয়ে করেন পরিচালক জেপি দত্তকে। এরপর বিনোদ মেহরা বিয়ে করেন কেনিয়ার উদ্যোগপতির মেয়ে কীরণকে। এই বিয়েটি বিনোদের মৃত্যু পর্যন্ত টিকেছিল।
বিনোদ মেহরা-- ৭০ও ৮০-র দশকের হার্টথ্রব বিনোদ মেহরা প্রথম বিয়ে করেন মীনা ব্রোকা-র সঙ্গ। এটি অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই হার্ট অ্যাটাক হয় বিনোদ মেহরার। এরপর-ই গুঞ্জন শোনা যায়, অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীর সঙ্গে নাকি পালিয়েছেন বিনোদ। বীনা বাধ্য হন বিনোদকে ডিভোর্স করতে। বিনোদ ও বিন্দিয়ার বিয়ে টিকেছিল ৪ বছর। বিন্দিয়া বিনোদকে ছেড়ে চলে যান, বিয়ে করেন পরিচালক জেপি দত্তকে। এরপর বিনোদ মেহরা বিয়ে করেন কেনিয়ার উদ্যোগপতির মেয়ে কীরণকে। এই বিয়েটি বিনোদের মৃত্যু পর্যন্ত টিকেছিল।
advertisement
advertisement
advertisement