Birbhum News: সীমান্তে হইচই কাণ্ড...! গড়ে উঠল নতুন ‘ঘুমটিলা স্টেশন’! দেখতে ছুটছেন সবাই! হাজির পরিচালক কৌশিক গাঙ্গুলি
- Published by:Riya Das
- local18
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তের নির্জন পাহাড়ি প্রান্তরে এবার সিনেমার আলো। ঝাড়খণ্ডের দুমকা জেলার মাসাঞ্জোর ড্যাম সংলগ্ন মুরজোড়া ও বাঁশকুলি গ্রামের নিকটে, সিঙ্গারী পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে এক অভিনব সিনেমা সেট ‘ঘুমটিলা’ রেলস্টেশন। এই সেট ঘিরেই বর্তমানে চলছে কৌশিক গাঙ্গুলীর নতুন বাংলা ছায়াছবি 'ওয়েটিং রুম'-এর শ্যুটিং।
বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তের নির্জন পাহাড়ি প্রান্তরে এবার সিনেমার আলো। ঝাড়খণ্ডের দুমকা জেলার মাসাঞ্জোর ড্যাম সংলগ্ন মুরজোড়া ও বাঁশকুলি গ্রামের নিকটে, সিঙ্গারী পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে এক অভিনব সিনেমা সেট ‘ঘুমটিলা’ রেলস্টেশন। এই সেট ঘিরেই বর্তমানে চলছে কৌশিক গাঙ্গুলীর নতুন বাংলা ছায়াছবি 'ওয়েটিং রুম'-এর শ্যুটিং।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তাঁর চরিত্রের নাম দীপা। এক নারীর পঁচিশ বছরের মানসিক যাত্রাপথ ফুটে উঠবে এই চলচ্চিত্রে। পরিচালক কৌশিক গাঙ্গুলীর মতে, 'এই ছবিতেও শুভশ্রীর অভিনয়ে একেবারে নতুনত্ব আসছে।' তিনি চরিত্রটি ফুটিয়ে তুলতে সম্পূর্ণ মনোযোগী। প্রচুর পরিশ্রম করছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement
