Bengali Serial TRP: 'গাঁটছড়া'কে হারিয়ে প্রথম কে? 'আলতা ফড়িং', 'ধুলোকণা'র টক্কর চতুর্থ স্থান নিয়ে

Last Updated:
গত বার সেরা দশেও জায়গা করে নিতে পারেনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়ের ধারাবাহিক 'লালকুঠি'। এ বার ঠেলেঠুলে সেরা দশে নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
1/10
#কলকাতা: গত সপ্তাহে প্রথম স্থান অধিকার করে জয়ের গান গেয়েছিল স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিক। কিন্তু এ বার এক ধাপে বেশি খানিকটা নম্বর কমে দ্বিতীয় স্থানে নেমে এসেছে খড়ি-ঋদ্ধির গল্প। ৭.৭ নম্বর পেয়েছে তারা।
#কলকাতা: গত সপ্তাহে প্রথম স্থান অধিকার করে জয়ের গান গেয়েছিল স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিক। কিন্তু এ বার এক ধাপে বেশি খানিকটা নম্বর কমে দ্বিতীয় স্থানে নেমে এসেছে খড়ি-ঋদ্ধির গল্প। ৭.৭ নম্বর পেয়েছে তারা।
advertisement
2/10
তবে এ বার 'বেঙ্গল টপার'-এর খেতাব হাতাল কোন ধারাবাহিক? জি বাংলার সেই 'মিঠাই'! ফের নিজের হারানো জায়গা অধিগ্রহণ করে জয়লাভ সিদ্ধার্থ-মিঠাইয়ের প্রেম কাহিনি ও মোদক পরিবার। সপ্তাহের শেষে মোট ৮.৩ নম্বর পেয়েছে এই ধারাবাহিক।
তবে এ বার 'বেঙ্গল টপার'-এর খেতাব হাতাল কোন ধারাবাহিক? জি বাংলার সেই 'মিঠাই'! ফের নিজের হারানো জায়গা অধিগ্রহণ করে জয়লাভ সিদ্ধার্থ-মিঠাইয়ের প্রেম কাহিনি ও মোদক পরিবার। সপ্তাহের শেষে মোট ৮.৩ নম্বর পেয়েছে এই ধারাবাহিক।
advertisement
3/10
তৃতীয় স্থানে স্টার জলসার 'মন ফাগুন'। গত সপ্তাহে ৬.৯ পেয়েছিল এই ধারাবাহিক। সেখান থেকে এক লাফে ৭.৬ পেয়ে তৃতীয় হল পিহু-ঋষি।  সপ্তম স্থান থেকে সেরা তিনে জায়গা করে নিল।
তৃতীয় স্থানে স্টার জলসার 'মন ফাগুন'। গত সপ্তাহে ৬.৯ পেয়েছিল এই ধারাবাহিক। সেখান থেকে এক লাফে ৭.৬ পেয়ে তৃতীয় হল পিহু-ঋষি। সপ্তম স্থান থেকে সেরা তিনে জায়গা করে নিল।
advertisement
4/10
চতুর্থ স্থান নিয়ে এ বার দু'টি ধারাবাহিকের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। মোট ৭.৪ নম্বর নিয়ে চতুর্থ হয়েছে স্টার জলসারই দু'টি ধারাবাহিক, 'ধুলোকণা' এবং 'আলতা ফড়িং'। গত সপ্তাহে 'ধুলোকণা' ছিল তৃতীয় স্থানে।
চতুর্থ স্থান নিয়ে এ বার দু'টি ধারাবাহিকের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। মোট ৭.৪ নম্বর নিয়ে চতুর্থ হয়েছে স্টার জলসারই দু'টি ধারাবাহিক, 'ধুলোকণা' এবং 'আলতা ফড়িং'। গত সপ্তাহে 'ধুলোকণা' ছিল তৃতীয় স্থানে।
advertisement
5/10
৫ নম্বর স্থান নিল জি বাংলার 'গৌরী এল'। ৭.২ পেয়ে গত সপ্তাহে চতুর্থ স্থান দখল করলেও এ সপ্তাহে এক ধাপ নীচে নেমে গিয়েছে এই ধারাবাহিক।
৫ নম্বর স্থান নিল জি বাংলার 'গৌরী এল'। ৭.২ পেয়ে গত সপ্তাহে চতুর্থ স্থান দখল করলেও এ সপ্তাহে এক ধাপ নীচে নেমে গিয়েছে এই ধারাবাহিক।
advertisement
6/10
ষষ্ঠ স্থানে এ সপ্তাহে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। গত সপ্তাহেও একই স্থান দখল করেছিল। যদিও গত সপ্তাহে ৭.২ পেয়েছিল। এ বার সেই নম্বর নেমে হল ৬.৯।
ষষ্ঠ স্থানে এ সপ্তাহে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। গত সপ্তাহেও একই স্থান দখল করেছিল। যদিও গত সপ্তাহে ৭.২ পেয়েছিল। এ বার সেই নম্বর নেমে হল ৬.৯।
advertisement
7/10
সাতে রইল তিনটি ধরাবাহিক। জি বাংলার 'উমা', স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' এবং জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়'। তিনটির নম্বর ৫.৯। 'অনুরাগের ছোঁয়া'র নম্বর আগের সপ্তাহের চেয়ে কম হয়েছে এই সপ্তাহে। অন্য দু'টি ধারাবাহিক নিজেদের দর্শকসংখ্যা বাড়িয়েছে এই সপ্তাহে।
সাতে রইল তিনটি ধরাবাহিক। জি বাংলার 'উমা', স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' এবং জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়'। তিনটির নম্বর ৫.৯। 'অনুরাগের ছোঁয়া'র নম্বর আগের সপ্তাহের চেয়ে কম হয়েছে এই সপ্তাহে। অন্য দু'টি ধারাবাহিক নিজেদের দর্শকসংখ্যা বাড়িয়েছে এই সপ্তাহে।
advertisement
8/10
অষ্টম স্থান দখল করল কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক 'আয় তবে সহচরী'। সহচরী এবং বরফির বন্ধুত্বের গল্প নম্বর পেল ৫.৭। গত সপ্তাহে নয় নম্বর স্থানে ছিল এই ধারাবাহিক। এক ধাপ উঠে এল এই সপ্তাহে।
অষ্টম স্থান দখল করল কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক 'আয় তবে সহচরী'। সহচরী এবং বরফির বন্ধুত্বের গল্প নম্বর পেল ৫.৭। গত সপ্তাহে নয় নম্বর স্থানে ছিল এই ধারাবাহিক। এক ধাপ উঠে এল এই সপ্তাহে।
advertisement
9/10
নয় নম্বর স্থানে এ সপ্তাহে জি বাংলার নতুন ধারাবাহিক 'খেলনা বাড়ি'। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ধারাবাহিকটির দর্শকসংখ্যা বেড়েছে। এ বার মোট নম্বর ৫.৫।
নয় নম্বর স্থানে এ সপ্তাহে জি বাংলার নতুন ধারাবাহিক 'খেলনা বাড়ি'। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ধারাবাহিকটির দর্শকসংখ্যা বেড়েছে। এ বার মোট নম্বর ৫.৫।
advertisement
10/10
গত বার সেরা দশেও জায়গা করে নিতে পারেনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়ের ধারাবাহিক 'লালকুঠি'। এ বার ঠেলেঠুলে সেরা দশে নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। রেটিং চার্টে মোট নম্বর ৫.৩।
গত বার সেরা দশেও জায়গা করে নিতে পারেনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়ের ধারাবাহিক 'লালকুঠি'। এ বার ঠেলেঠুলে সেরা দশে নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। রেটিং চার্টে মোট নম্বর ৫.৩।
advertisement
advertisement
advertisement