সাতে রইল তিনটি ধরাবাহিক। জি বাংলার 'উমা', স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' এবং জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়'। তিনটির নম্বর ৫.৯। 'অনুরাগের ছোঁয়া'র নম্বর আগের সপ্তাহের চেয়ে কম হয়েছে এই সপ্তাহে। অন্য দু'টি ধারাবাহিক নিজেদের দর্শকসংখ্যা বাড়িয়েছে এই সপ্তাহে।