Bengali Serial: পর্দার নায়কের প্রেমে হাবুডুবু গ্রামের মেয়ে! বাড়ি ছেড়ে তারকার ছায়া হল কন্যা

Last Updated:
Phaguner Mohona: ফিরদৌসল হাসান প্রযোজিত এই ধারাবাহিক শুরু হবে সান বাংলায়। সহ প্রযোজনা প্রবাল হালদার, কল্লোল দাস। ধারাবাহিকের টাইটেল গান গেয়েছেন ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাস।
1/5
পর্দার নায়কের প্রেমে পড়ল গ্রামের মেয়ে। সে প্রেম কি অত সহজে পরিণতি পাবে? সমাজের দুই স্তরের দুই চরিত্র। হয়তো কোনও দিনই তাদের রাস্তা এক বিন্দুতে মিলতই না। কিন্তু ভাগ্য তাদের নিয়ে এল একই মোড়ে। আয়ুষ আর রুমঝুম।
পর্দার নায়কের প্রেমে পড়ল গ্রামের মেয়ে। সে প্রেম কি অত সহজে পরিণতি পাবে? সমাজের দুই স্তরের দুই চরিত্র। হয়তো কোনও দিনই তাদের রাস্তা এক বিন্দুতে মিলতই না। কিন্তু ভাগ্য তাদের নিয়ে এল একই মোড়ে। আয়ুষ আর রুমঝুম।
advertisement
2/5
রুমঝুম তো ভিড়েরই একটা মুখ। অন্যদিকে আয়ুষের মুখ চেনে সেই ভিড়ের সবকটা মানুষ। তারকার ঝলক তার উপস্থিতিতে। দুই প্রান্তের দুই মানুষের প্রেম নিয়ে শুরু হবে নতুন ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’।
রুমঝুম তো ভিড়েরই একটা মুখ। অন্যদিকে আয়ুষের মুখ চেনে সেই ভিড়ের সবকটা মানুষ। তারকার ঝলক তার উপস্থিতিতে। দুই প্রান্তের দুই মানুষের প্রেম নিয়ে শুরু হবে নতুন ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’।
advertisement
3/5
ফিরদৌসল হাসান প্রযোজিত এই ধারাবাহিক শুরু হবে সান বাংলায়। সহ প্রযোজনা প্রবাল হালদার, কল্লোল দাস। ধারাবাহিকের টাইটেল গান গেয়েছেন ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাস।
ফিরদৌসল হাসান প্রযোজিত এই ধারাবাহিক শুরু হবে সান বাংলায়। সহ প্রযোজনা প্রবাল হালদার, কল্লোল দাস। ধারাবাহিকের টাইটেল গান গেয়েছেন ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাস।
advertisement
4/5
অভিনয়ে সিদ্ধার্থ সেন, অ্যানমেরি টম, তুলিকা বসু, কাঞ্চনা মৈত্র, কৌশিক বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, পিয়ালি বসু প্রমুখ।
অভিনয়ে সিদ্ধার্থ সেন, অ্যানমেরি টম, তুলিকা বসু, কাঞ্চনা মৈত্র, কৌশিক বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, পিয়ালি বসু প্রমুখ।
advertisement
5/5
ধারাবাহিকের নায়িকা অ্যানমেরি টম নিউজ18 বাংলাকে বলেন, ‘‘এত জন বিখ্যাত কলাকুশলীর সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণ ভাল লাগছে। গোটা পরিবার যে কী আনন্দ করে কাজ করছি, বলার নয়! প্রোমো নিয়ে প্রচুর হইচই হয়েছে।’’
ধারাবাহিকের নায়িকা অ্যানমেরি টম নিউজ18 বাংলাকে বলেন, ‘‘এত জন বিখ্যাত কলাকুশলীর সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণ ভাল লাগছে। গোটা পরিবার যে কী আনন্দ করে কাজ করছি, বলার নয়! প্রোমো নিয়ে প্রচুর হইচই হয়েছে।’’
advertisement
advertisement
advertisement