দ্বিতীয় হানিমুনের মজা নিতে সুইৎজারল্যান্ডে গেলেন এই অভিনেত্রী, দেখুন ছবি

Last Updated:
1/7
জড়োয়ার ঝুমকো সিরিয়ালের খ্যাত অভিনেত্রী অঙ্কিকা এবার চললেন সুইৎজারল্যান্ডে৷ স্বামী সৌমিত্রর সঙ্গে উড়ে গেলেন তিনি৷ দ্বিতীয় হানিমুনও বলা যেতে পারে! Photo Courtesy: Facebook
জড়োয়ার ঝুমকো সিরিয়ালের খ্যাত অভিনেত্রী অঙ্কিকা এবার চললেন সুইৎজারল্যান্ডে৷ স্বামী সৌমিত্রর সঙ্গে উড়ে গেলেন তিনি৷ দ্বিতীয় হানিমুনও বলা যেতে পারে! Photo Courtesy: Facebook
advertisement
2/7
জানুয়ারির শেষে বিয়ে হয় অভিনেত্রীর৷ স্বামী সৌমিত্র যদিও অভিনয় জগতের নয়৷
জানুয়ারির শেষে বিয়ে হয় অভিনেত্রীর৷ স্বামী সৌমিত্র যদিও অভিনয় জগতের নয়৷
advertisement
3/7
ধুমধাম করেই বিয়ে হয় অঙ্কিতার৷ তাঁর স্বামী সৌমিত্রর  আদি বাড়ি গুয়াহাটি৷ Photo Courtesy: Facebook
ধুমধাম করেই বিয়ে হয় অঙ্কিতার৷ তাঁর স্বামী সৌমিত্রর আদি বাড়ি গুয়াহাটি৷ Photo Courtesy: Facebook
advertisement
4/7
তাদের দেখা যদিও হয় এই শহরেই৷ একটি ক্লাবের কফি শপে৷ তাই বিয়ের পর আবার সেখানেই যাওয়ার প্ল্যান ছিল তাদের৷ Photo Courtesy: Facebook
তাদের দেখা যদিও হয় এই শহরেই৷ একটি ক্লাবের কফি শপে৷ তাই বিয়ের পর আবার সেখানেই যাওয়ার প্ল্যান ছিল তাদের৷ Photo Courtesy: Facebook
advertisement
5/7
কাজের সূত্রে অঙ্কিতার স্বামী থাকেন বেঙ্গালুরুতে৷ তাই কলকাতা থেকে বেঙ্গালুরু যাতায়াত করতে হয় অঙ্কিতাকে৷ Photo Courtesy: Facebook
কাজের সূত্রে অঙ্কিতার স্বামী থাকেন বেঙ্গালুরুতে৷ তাই কলকাতা থেকে বেঙ্গালুরু যাতায়াত করতে হয় অঙ্কিতাকে৷ Photo Courtesy: Facebook
advertisement
6/7
বিয়ের ছ’মাসও হয়নি৷ এখনও পুরে বিয়ের মুডেই রয়েছেন অভিনেত্রী৷ যদিও কাজ শুরু করেছেন তিনি৷ কিন্তু বরের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করছেন তিনি৷ যেমন হোলিতে সৌমিত্রর সঙ্গেই সময় কাটালেন তিনি৷ Photo Courtesy: Facebook
বিয়ের ছ’মাসও হয়নি৷ এখনও পুরে বিয়ের মুডেই রয়েছেন অভিনেত্রী৷ যদিও কাজ শুরু করেছেন তিনি৷ কিন্তু বরের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করছেন তিনি৷ যেমন হোলিতে সৌমিত্রর সঙ্গেই সময় কাটালেন তিনি৷ Photo Courtesy: Facebook
advertisement
7/7
এবার অঙ্কিতা-সৌমিত্র গেলেন সুদূর সুইৎজারল্যান্ডে৷ হাজার হোক কাজের মধ্যে সেভাবে অন্তরঙ্গ সময় কাটানো হয় না৷ তাই তো একান্তে সময় কাটাতে দেশের বাইরে গেলেন তিনি৷ আপাতত সুইৎজারল্যান্ডে স্বামীর সঙ্গে নিরিবিলিতে সময় কাটাবেন অঙ্কিতা৷ Photo Courtesy: Facebook
এবার অঙ্কিতা-সৌমিত্র গেলেন সুদূর সুইৎজারল্যান্ডে৷ হাজার হোক কাজের মধ্যে সেভাবে অন্তরঙ্গ সময় কাটানো হয় না৷ তাই তো একান্তে সময় কাটাতে দেশের বাইরে গেলেন তিনি৷ আপাতত সুইৎজারল্যান্ডে স্বামীর সঙ্গে নিরিবিলিতে সময় কাটাবেন অঙ্কিতা৷ Photo Courtesy: Facebook
advertisement
advertisement
advertisement