বিয়ের পিঁড়িতে বসার আগে একী করলেন 'ফুলকি'র অভিনেত্রী? উপস্থিত ছিলেন অপরাজিতাও
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
টলিপাড়া জুড়ে বিয়ের সানাই। বছর শেষে প্রিয় মানুষদের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ্তা, শ্রীপর্ণার মতো টেলিভিশন জগতের সব পরিচিত মুখেরা। এই মাসেই চার হাত এক হবে স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডলের। বিয়ের আগে সারলেন আংটি বদলের অনুষ্ঠান।
advertisement
advertisement
advertisement
এই অনুষ্ঠানে অপরাজিতা আঢ্য-সহ লক্ষ্মী কাকিমার পুরো টিম হাজির ছিল। জুটিকে আর্শীবাদ করেন অপরাজিতা। সেই ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে শুভেচ্ছা বার্তাও। অভিনেত্রী লেখেন, 'অবশেষে হল আমাদের স্বর্ণদীপ্ত আর অর্পিতার আংটি বদল আবার আমরা লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পুরো টিম হইহই করে ফুল অন এনার্জি নিয়ে আনন্দ করলাম আর মিশে গেলাম এক অপার শান্তিতে। রিল লাইফ থেকে রিয়েল লাইফে বিয়ে বলে কথা সে কি আর চাড্ডি খানি ব্যাপার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, লক্ষ্মী কাকিমার বড় ছেলে আর বড় বউ খুব আনন্দে আর শান্তিতে থাক।'
advertisement
advertisement