বিয়ের পিঁড়িতে বসার আগে একী করলেন 'ফুলকি'র অভিনেত্রী? উপস্থিত ছিলেন অপরাজিতাও

Last Updated:
টলিপাড়া জুড়ে বিয়ের সানাই। বছর শেষে প্রিয় মানুষদের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ্তা, শ্রীপর্ণার মতো টেলিভিশন জগতের সব পরিচিত মুখেরা। এই মাসেই চার হাত এক হবে স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডলের। বিয়ের আগে সারলেন আংটি বদলের অনুষ্ঠান।
1/6
টলিপাড়া জুড়ে বিয়ের সানাই। বছর শেষে প্রিয় মানুষদের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ্তা, শ্রীপর্ণার মতো টেলিভিশন জগতের সব পরিচিত মুখেরা। এই মাসেই চার হাত এক হবে স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডলের।
টলিপাড়া জুড়ে বিয়ের সানাই। বছর শেষে প্রিয় মানুষদের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ্তা, শ্রীপর্ণার মতো টেলিভিশন জগতের সব পরিচিত মুখেরা। এই মাসেই চার হাত এক হবে স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডলের।
advertisement
2/6
'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের বড় ছেলে এবং বড় বৌমা হিসেবে অভিনয় করতে গিয়েই তাঁদের আলাপ। তারপর সেই আলাপ ক্রমে বন্ধুত্ব থেকে ভালবাসায় পরিণত হয়।
'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের বড় ছেলে এবং বড় বৌমা হিসেবে অভিনয় করতে গিয়েই তাঁদের আলাপ। তারপর সেই আলাপ ক্রমে বন্ধুত্ব থেকে ভালবাসায় পরিণত হয়।
advertisement
3/6
২৭ নভেম্বর ঠিক হয়েছে বিয়ের দিন হিসেবে। ৩০ নভেম্বর তাঁদের বউভাতের অনুষ্ঠান হবে। তবে মূল অনুষ্ঠানের আগেই জমে উঠেছে প্রাক বিয়ের পর্ব। শনিবারই সারলেন আংটি বদল সারলেন তারকা দম্পতি। সঙ্গে আয়োজন করা হয়েছিল সঙ্গীতের।
২৭ নভেম্বর ঠিক হয়েছে বিয়ের দিন হিসেবে। ৩০ নভেম্বর তাঁদের বউভাতের অনুষ্ঠান হবে। তবে মূল অনুষ্ঠানের আগেই জমে উঠেছে প্রাক বিয়ের পর্ব। শনিবারই সারলেন আংটি বদল সারলেন তারকা দম্পতি। সঙ্গে আয়োজন করা হয়েছিল সঙ্গীতের।
advertisement
4/6
এই অনুষ্ঠানে অপরাজিতা আঢ্য-সহ লক্ষ্মী কাকিমার পুরো টিম হাজির ছিল। জুটিকে আর্শীবাদ করেন অপরাজিতা। সেই ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে শুভেচ্ছা বার্তাও। অভিনেত্রী লেখেন, 'অবশেষে হল আমাদের স্বর্ণদীপ্ত আর অর্পিতার আংটি বদল আবার আমরা লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পুরো টিম হইহই করে ফুল অন এনার্জি নিয়ে আনন্দ করলাম আর মিশে গেলাম এক অপার শান্তিতে। রিল লাইফ থেকে রিয়েল লাইফে বিয়ে বলে কথা সে কি আর চাড্ডি খানি ব্যাপার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, লক্ষ্মী কাকিমার বড় ছেলে আর বড় বউ খুব আনন্দে আর শান্তিতে থাক।'
এই অনুষ্ঠানে অপরাজিতা আঢ্য-সহ লক্ষ্মী কাকিমার পুরো টিম হাজির ছিল। জুটিকে আর্শীবাদ করেন অপরাজিতা। সেই ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে শুভেচ্ছা বার্তাও। অভিনেত্রী লেখেন, 'অবশেষে হল আমাদের স্বর্ণদীপ্ত আর অর্পিতার আংটি বদল আবার আমরা লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পুরো টিম হইহই করে ফুল অন এনার্জি নিয়ে আনন্দ করলাম আর মিশে গেলাম এক অপার শান্তিতে। রিল লাইফ থেকে রিয়েল লাইফে বিয়ে বলে কথা সে কি আর চাড্ডি খানি ব্যাপার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, লক্ষ্মী কাকিমার বড় ছেলে আর বড় বউ খুব আনন্দে আর শান্তিতে থাক।'
advertisement
5/6
আংটি বদলের দিন প্যাস্টেল সেডের পোশাকে সেজে উঠে ছিলেন তাঁরা। অর্পিতা পড়েছিলেন ঝলমলে রুপোলি লেহেঙ্গা। মাথায় টিকলি, গলায় জড়োয়া হার। সঙ্গে রং মেলানো পাঞ্জাবিতে সেজে ছিলেন অভিনেতাও।
আংটি বদলের দিন প্যাস্টেল সেডের পোশাকে সেজে উঠে ছিলেন তাঁরা। অর্পিতা পড়েছিলেন ঝলমলে রুপোলি লেহেঙ্গা। মাথায় টিকলি, গলায় জড়োয়া হার। সঙ্গে রং মেলানো পাঞ্জাবিতে সেজে ছিলেন অভিনেতাও।
advertisement
6/6
স্বর্ণদীপ্ত ঘোষ বর্তমানে 'তুমি যে আমার মা' ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে 'ফুলকি'তে জমিয়ে কাজ করছেন অর্পিতা।
স্বর্ণদীপ্ত ঘোষ বর্তমানে 'তুমি যে আমার মা' ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে 'ফুলকি'তে জমিয়ে কাজ করছেন অর্পিতা।
advertisement
advertisement
advertisement