Anupam Kher-Kirron Kher Love Story: বন্ধুর স্ত্রী কিরণের সঙ্গে লুকিয়ে প্রেম! শান্ত অনুপম খেরের লাভ লাইফ বেশ রোমাঞ্চকর সিনেমার মতো
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Pooja Basu
Last Updated:
Bollywood Love Story: কীভাবে কিরণ এবং অনুপমের প্রেম হল? কবে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিলেন? শুভঙ্কর মিশ্রকে দেওয়া সাক্ষাৎকারে এই সব বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অনুপম।
advertisement
advertisement
অভিনেতা বলছেন, “কিরণে তখন বিবাহিত। আমি অবিবাহিত। প্রায় ১২ বছরের বন্ধুত্ব। কলেজে কিরণ আমার সিনিয়র ছিলেন। ক্লাসে ফার্স্ট হতেন। দূর্দান্ত অভিনেত্রী। সঙ্গে জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়। এরপর একসময় আমি মুম্বই চলে আসি। কিরণও বিয়ের পর স্বামী গৌতম বেরির সঙ্গে মুম্বইতে ঘাঁটি গাড়েন। তখন বলিউডে স্ট্রাগল করছি। আমি আর সতীশ কৌশিক প্রায়ই কিরণ আর গৌতমের বাড়িতে ডিনারে যেতাম। আসার সময় তাঁরা ৫০ টাকা ট্যাক্সি ভাড়া দিতেন। আর আমরা টাকা বাঁচাতে বাসে ফিরতাম।”
advertisement
advertisement
advertisement
advertisement






