Ankita Lokhande-Vicky Jain: চরম ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন অঙ্কিতা-ভিকি! 'সুশান্তকে ভুলে গেলেন' কটাক্ষ নেটিজেনদের

Last Updated:
Ankita Lokhande-Vicky Jain: অঙ্কিতার সঙ্গে চরম ঘনিষ্ঠ ভিকি! সোশ্যাল মিডিয়ায় ফাঁস আদরের ছবি!
1/8
অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন বহুদিনের প্রেম পর্ব সেরে বিয়ে করেছেন তাঁরা। বিয়ের আগে পাও ভেঙে বসেছিলেন অঙ্কিতা। কিন্তু এখন তাঁরা হ্যাপি কাপল। photo source Instagram
অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন বহুদিনের প্রেম পর্ব সেরে বিয়ে করেছেন তাঁরা। বিয়ের আগে পাও ভেঙে বসেছিলেন অঙ্কিতা। কিন্তু এখন তাঁরা হ্যাপি কাপল। photo source Instagram
advertisement
2/8
অঙ্কিতা ও ভিকিকে সব জায়গায় এক সঙ্গেই দেখা যায়। দু'জনকে এবার এক সঙ্গে দেখা গেল রোমান্টিক মুহূর্তে।photo source Instagram
অঙ্কিতা ও ভিকিকে সব জায়গায় এক সঙ্গেই দেখা যায়। দু'জনকে এবার এক সঙ্গে দেখা গেল রোমান্টিক মুহূর্তে।photo source Instagram
advertisement
3/8
একতা কাপুরের ধারাবাহিক 'পবিত্র রিস্তা' দিয়েই অভিনয়ের শুরু অঙ্কিতার। ওই ধারাবাহিকেই সুশান্ত সিং রাজপুতকে প্রথমবার অভিনয় করতে দেখা গিয়েছিল। photo source Instagram
একতা কাপুরের ধারাবাহিক 'পবিত্র রিস্তা' দিয়েই অভিনয়ের শুরু অঙ্কিতার। ওই ধারাবাহিকেই সুশান্ত সিং রাজপুতকে প্রথমবার অভিনয় করতে দেখা গিয়েছিল। photo source Instagram
advertisement
4/8
'পবিত্র রিস্তা' থেকেই সুশান্ত-অঙ্কিতার প্রেম। দীর্ঘ প্রেমের পর সম্পর্ক ভেঙে বেরিয়ে গিয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর নানা চর্চা হয়েছিল। photo source Instagram
'পবিত্র রিস্তা' থেকেই সুশান্ত-অঙ্কিতার প্রেম। দীর্ঘ প্রেমের পর সম্পর্ক ভেঙে বেরিয়ে গিয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর নানা চর্চা হয়েছিল। photo source Instagram
advertisement
5/8
অনেকেই বলেছেন অঙ্কিতা যদি সুশান্তের জীবনে থেকে যেতেন তাহলে এই পরিণতি হত না। সুশান্তের পরিবারেরও এক মত ছিল। যদিও আজ সে সব ইতিহাস। photo source Instagram
অনেকেই বলেছেন অঙ্কিতা যদি সুশান্তের জীবনে থেকে যেতেন তাহলে এই পরিণতি হত না। সুশান্তের পরিবারেরও এক মত ছিল। যদিও আজ সে সব ইতিহাস। photo source Instagram
advertisement
6/8
সব ভুলে ভিকির সঙ্গে এখন বৈবাহিক সম্পর্কে দারুণ আনন্দে আছেন অঙ্কিতা লোখান্ডে। photo source Instagram
সব ভুলে ভিকির সঙ্গে এখন বৈবাহিক সম্পর্কে দারুণ আনন্দে আছেন অঙ্কিতা লোখান্ডে। photo source Instagram
advertisement
7/8
তাঁদের আদরের মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা। দারুণ সাহসী এবং বোল্ড দেখাচ্ছে দু'জনকেই। মুহূর্তে ভাইরাল এই সব ছবি। photo source Instagram
তাঁদের আদরের মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা। দারুণ সাহসী এবং বোল্ড দেখাচ্ছে দু'জনকেই। মুহূর্তে ভাইরাল এই সব ছবি। photo source Instagram
advertisement
8/8
যদিও এই ছবি দেখে ফের একবার সুশান্ত সিং রাজপুতের ভক্তরা কমেন্ট করে বসলেন। লিখলেন, 'সুশান্ত কে একদম ভুলে গেলেন?" এমন নানা কমেন্টে ভরেছে ইনস্টাগ্রাম। photo source Instagram
যদিও এই ছবি দেখে ফের একবার সুশান্ত সিং রাজপুতের ভক্তরা কমেন্ট করে বসলেন। লিখলেন, 'সুশান্ত কে একদম ভুলে গেলেন?" এমন নানা কমেন্টে ভরেছে ইনস্টাগ্রাম। photo source Instagram
advertisement
advertisement
advertisement