Anindya Chatterjee: 'ব্রাউন সুগার, পাতি বাংলায় কয়েকটা পাতা আর...', নেশায় ডুবে থাকা অনিন্দ্যর লড়াই
- Published by:Sanchari Kar
Last Updated:
বহু বছর আগের কথা। জীবনের সব চেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেতা। তখন 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর হাঁকডাক নয়, অনিন্দ্যর দিনের বেশির ভাগটা কাটত নানা ধরনের নেশায় বুঁদ হয়ে।
advertisement
বহু বছর আগের কথা। জীবনের সব চেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেতা। তখন 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর হাঁকডাক নয়, অনিন্দ্যর দিনের বেশির ভাগটা কাটত নানা ধরনের নেশায় বুঁদ হয়ে। স্বাভাবিক ছন্দে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। লড়াইটা ছিল নিজের সঙ্গেই। অতীতের সেই দিনগুলি আজও তাঁর স্মৃতিতে অমলিন।
advertisement
ফেসবুক পোস্টে অনিন্দ্য লেখেন, "আমার কাছে এখনও জলের মতো স্পষ্ট ২০০৮ সালে আজকের এই দিনটা । আর দেখতে পাই বলেই হয়তো আজকে এটা লিখতে পারছি । ব্যাঙ্কসাল কোর্টে হাজিরা দিয়ে আমাকে রিহ্যাবে ফিরতেই হতো । ৯টার বনগাঁ লোকাল আর আমাকে যেতে হত হাবড়া । সাথে ছিল শেষবারের মতো নেশা করব বলে একটু ব্রাউন সুগার, পাতি বাংলায় কয়েকটা পাতা আর একটা সিরিঞ্জ, একটু তুলো একটা চামচ।"
advertisement
জীবনে মূল স্রোতে ফিরে আসার লড়াইটা সহজ ছিল না মোটেই। প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গেই লড়ে গিয়েছেন অনিন্দ্য। "হাবড়া স্টেশনে নেমে একটু এগোলেই সেই রিহ্যাব যেখান থেকে আমার ভাল থাকার লড়াই শুরু হয়েছিল । তার আগে প্রায় ২৮ বা ২৯ টা ডিটক্স আর রিহ্যাব হয়ে গেছে । যেদিন ছাড়া পেতাম সেদিনই রিলাপস, এরকম একটা প্যাটার্ন ছিল । আমাদের ভাষায় আমরা বলি ক্রনিক রিলাপসী । ৬/৭ বছর ধরে অনবরত ঘুরতে থাকা একটা বৃত্ত। হয় বাইরে নেশা করছি, না হলে তালা চাবির ভিতরে ভাল আছি । তালা চাবির বাইরে বেরলেই আবার নেশা", কঠিন সেই লড়াইয়ের বর্ণনা দিতে গিয়ে লেখেন অনিন্দ্য।
advertisement
advertisement
advertisement
advertisement
এর পর কেটে গিয়েছে অনেকটা সময়। সে কথা অনুরাগীদের জানিয়ে অনিন্দ্য লেখেন, "আজ ২২শে জানুয়ারি । কাল আমার জন্মদিন । এই জন্মদিনটাই আমার সবচেয়ে কাছের । কেন ?? কারণ কালকে আমার নেশামুক্তির ১৫ বছর । ২৯শে ডিসেম্বর তো বায়োলজিক্যাল বার্থডে। কিন্ত কালকের দিনটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশ্যাল।" অনিন্দ্যর এই লড়াইয়ের আখ্যান সাহস জুগিয়েছে অনেককেই। অতীতের তিক্ততা ভুলে নিজেকে গুছিয়ে নিয়েছেন অনিন্দ্য। ধারাবাহিক থেকে বড় পর্দা, সবেতেই চুটিয়ে কাজ করছেন তিনি।