Neha Kakkar Romantic Photos: ঠোঁটঠাসা চুম্বনে বউকে আদর, বিচ্ছেদের গুঞ্জনে তুড়ি মেরে রোম্যান্টিক মুডে নেহা

Last Updated:
Neha Kakkar Romantic Photos: নেহা কক্কর ও রোহনপ্রীতের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে৷ এবার গুঞ্জনকে তুড়ি মেরে বরের সঙ্গে রোম্যান্টিক ছবি দিলেন নেহা৷
1/5
নেহা কক্কর ও রোহনপ্রীতকে নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা চলছিল৷ সকলেই বলতে শুরু করেছিলেন তাদের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে৷ এবার গুঞ্জনকে তুড়ি মেরে বরের সঙ্গে রোম্যান্টিক ছবি দিলেন নেহা৷
নেহা কক্কর ও রোহনপ্রীতকে নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা চলছিল৷ সকলেই বলতে শুরু করেছিলেন তাদের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে৷ এবার গুঞ্জনকে তুড়ি মেরে বরের সঙ্গে রোম্যান্টিক ছবি দিলেন নেহা৷
advertisement
2/5
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন নেহা৷ যেখানে বউয়ের গালে আদুরে চুম্বন করতে দেখা গেছে রোহনপ্রীতকে৷ রোম্যান্টিক এই ছবি পোস্ট করেই সকলের মুখ বন্ধ করে দিয়েছেন নেহা কক্কর৷
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন নেহা৷ যেখানে বউয়ের গালে আদুরে চুম্বন করতে দেখা গেছে রোহনপ্রীতকে৷ রোম্যান্টিক এই ছবি পোস্ট করেই সকলের মুখ বন্ধ করে দিয়েছেন নেহা কক্কর৷
advertisement
3/5
 গুঞ্জনের সূত্রপাত নেহার জন্মদিন থেকে৷ সেদিনের পার্টিতে রোহনপ্রীতকে না দেখা যাওয়ার পর থেকেই অনেকে ধরে নেন তাদের সম্পর্কে চিড় ধরেছে৷ তারপরই শুরু হয় জোর চর্চা৷
গুঞ্জনের সূত্রপাত নেহার জন্মদিন থেকে৷ সেদিনের পার্টিতে রোহনপ্রীতকে না দেখা যাওয়ার পর থেকেই অনেকে ধরে নেন তাদের সম্পর্কে চিড় ধরেছে৷ তারপরই শুরু হয় জোর চর্চা৷
advertisement
4/5
রোহনপ্রীতের সঙ্গে তার সম্পর্ক যে একেবারে ঠিক রয়েছে, তা এবার হাতেনাতে ভক্তদের বুঝিয়ে দিলেন নেহা৷ বরের সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমের ছবি পোস্ট করে সবটা জলের মতো পরিষ্কার করে দিয়েছেন নেহা৷
রোহনপ্রীতের সঙ্গে তার সম্পর্ক যে একেবারে ঠিক রয়েছে, তা এবার হাতেনাতে ভক্তদের বুঝিয়ে দিলেন নেহা৷ বরের সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমের ছবি পোস্ট করে সবটা জলের মতো পরিষ্কার করে দিয়েছেন নেহা৷
advertisement
5/5
রোহনপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করে নেহা ক্যাপশনে লেখেন, 'স্বামীর সঙ্গে দারুণ একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম'৷ ছবির কমেন্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোহনপ্রীত লেখেন, 'উফ কী দারুণ গেল পুরো ট্রিপটা'৷
রোহনপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করে নেহা ক্যাপশনে লেখেন, 'স্বামীর সঙ্গে দারুণ একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম'৷ ছবির কমেন্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোহনপ্রীত লেখেন, 'উফ কী দারুণ গেল পুরো ট্রিপটা'৷
advertisement
advertisement
advertisement