Alia Bhat: আলিয়াকে 'নকল' করছেন দীপিকা? প্রাক্তনের স্ত্রীকে দেখে কী এমন করলেন মস্তানি
- Published by:Sayani Rana
Last Updated:
আলিয়া ভাট এখন বলিউডে একটি বড় নাম। অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সব সময়ই তিনি থাকেন চর্চায়। তাঁর সাজ-পোশাকও নজরকাড়ে প্রায়শই। কিছুদিন আগেই তাঁর একটি মেকআপ ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। শুধু তাই না তাঁর সাজ বর্তমানে ট্রেন্ড। তা অনেকেই ফলো করেন। তবে শুধু তাঁর অনুরাগীরা নন, বহু বলিতারকাও তাঁর ট্রেন্ড ফলো করেছেন, তাঁদের মধ্যে একজন হলে বলিউডের আর এক উজ্জ্বল নক্ষত্র দীপিকা পাড়ুকোন।
আলিয়া ভাট এখন বলিউডে একটি বড় নাম। অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সব সময়ই তিনি থাকেন চর্চায়। তাঁর সাজ-পোশাকও নজরকাড়ে প্রায়শই। কিছুদিন আগেই তাঁর একটি মেকআপ ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। শুধু তাই না তাঁর সাজ বর্তমানে ট্রেন্ড। তা অনেকেই ফলো করেন। তবে শুধু তাঁর অনুরাগীরা নন, বহু বলিতারকাও তাঁর ট্রেন্ড ফলো করেছেন, তাঁদের মধ্যে একজন হলে বলিউডের আর এক উজ্জ্বল নক্ষত্র দীপিকা পাড়ুকোন।
advertisement
ছবি নির্বাচন বা বিয়ে কিংবা সন্তানের জন্ম বা আন্তর্জাতিক স্তরে উপস্থিতি সব ক্ষেত্রেই অভিনেত্রী স্বতন্ত্র ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর সিদ্ধান্ত সম্পর্কে সবসময়ই আত্মবিশ্বাসী, এবং তার জন্যই তিনি সবার কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যেই আলিয়া সঞ্জয় লিসা বনসালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে নজর কেড়েছেন, এর জন্য তিনি ১৭ অক্টোবর দিল্লিতে সেরা অভিনেত্রীর হিসেবে জাতীয় পুরস্কারও পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলিয়া ভাটের লুক হয়ে উঠেছিল আলোচনার বিষয়।
advertisement
১৪ এপ্রিল ২০২২-এ রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তাঁর বিয়েতে যে শাড়ি পরেছিলেন সেই শাড়িটি তিনি জাতীয় পুরস্কার নেওয়ার সময়ও পরেছিলেন। এমন অনেকে আছেন যারা এক পোশাক একবারের বেশি পড়েন না। আর সেখানেই আলিয়া বাকিদের থেকে আলাদা, পোশাকের পুনরাবৃত্তি করেন তিনি। আর তাই তিনি সকলেই মনে আলাদা জায়গা করে নিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement