আলিয়ার ফ্যাশন সব সময়ই নেটিজেনদের চর্চার বিষয়। বলিউড সেন্সেশন আলিয়া নানা লুকে নজর কেড়েছেন ভক্তদের। আলিয়া ভাট একটি ওভার সাইজ গোলাপী প্যান্টস্যুটে তাঁকে দেখা যায়। তাতেই তাঁর লুকে মুগ্ধ হয়েছে তাঁর দর্শকরা। অভিনেত্রীকে সাম্প্রতিক সময়ে স্টাইলিশ প্যান্টস্যুটে এবং ব্লেজারে নানা লুকে দেখা গেছে বহুবার।