দক্ষিণী ছবির রিমেক বানানোর দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন এই সুপারস্টার, কিন্তু কে জানত বক্স অফিসে ভরাডুবি হবে ১০০ কোটির সেই ছবির
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
South Movie Remake In Bollywood: অজয় দেবগন অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী টাবুকে। তাঁর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল দীপক দোবরিয়াল, গজরাজ রাও, অমলা পল, সঞ্জয় মিশ্র এবং মকরন্দ দেশপাণ্ডেকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে সমালোচকদের থেকে অজয় দেবগন আর টাবুর ছবি ভাল রিভিউ পেয়েছে। তা সত্ত্বেও অবশ্য ছবিটি দর্শকদেরকে প্রেক্ষাগৃহ পর্যন্ত টানতে ব্যর্থ হয়েছে। IMDb রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ‘ভোলা’ ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ১০০ কোটি টাকা। ভারতে এই ছবি ব্যবসা করেছে ১০৮ কোটি টাকার। সারা বিশ্বে এই ছবি আয় করেছিল মোট ১২৩ কোটি টাকা। এই ছবিকে গড়পড়তা হিসেবে তকমা দিয়েছে বক্স অফিস। IMDb-তে এই ছবির রেটিং ১০-এর মধ্যে ৫.৮।
advertisement