Aishwarya Rai Salman Khan: 'এখন ও কাঁদছে...' এশ্বর্যকে নিয়ে যা বললেন সলমনের ভাই সোহেল, প্রকাশ্যে সল্লু-অ্যাশের সম্পর্কের নানা অজানা কথা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সঞ্জয় লীলা ভনসালির 'হাম দিল দে চুকে সনম'-এর সেটে সম্পর্কে জড়ান সলমন আর ঐশ্বর্য। সে এক উত্তাল পর্ব
বিগত কয়েকমাস ধরেই অভিষেক- ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে মুখর বলিউড। বলি-পাড়ার অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে। বচ্চনদের সঙ্গে এক বাড়িতে আর থাকছেন না ঐশ্বর্য। মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি ইদানীং আলাদা থাকছেন। আর এই পরিস্থিতিতেই এশ্বর্যর পুরনো সম্পর্কের খবর চর্চায়। একের পর এক সামনে আসছে একসময়ে সলমন-ঐশ্বর্যর উথালপাথাল প্রেমের নানা গুঞ্জন।
advertisement
শোনা যাচ্ছে, অনেক আগেই পথ আলাদা হয়েছে অভিষেক-ঐশ্বর্যর। তা নিয়ে যদিও এখনও মুখে কুলুপ বচ্চন পরিবারের। তবে ঐশ্বর্যের সঙ্গে যে তাঁদের সম্পর্ক আর মসৃণ নেই, সেই প্রমাণ মিলছে বারবার। বলিটাউনে গুঞ্জন, নিমরত কৌর-এর সঙ্গে অভিষেকের সম্পর্কের জেরেই নাকি ভেঙেছে অভি-অ্যাশ জুটি। অন্যদিকে, এই টালমাটাল পরিস্থিতিতেই সলমন খান আর ঐশ্বর্যর এককালীন প্রেম নিয়ে মুখ খুললেন সলমনের ভাই সোহেল খান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সোহেল খানের কথায়, '' আজ ঐশ্বর্য প্রকাশ্যে কাঁদছেন। অথচ যখন তিনি মাঝেমধ্যেই আমাদের বাড়ি আসতেন, পরিবারের একজনের মতোই আচরণ করতেন, তখন কি কখনও সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন? এতে সলমন নিরাপত্তাহীনতায় ভুগতেন। সলমন জানতে চাইতেন, এশ্বর্য আদৌ তাঁকে ভালবাসে কী না, তাঁর সঙ্গে জীবন কাটাতে চায় কী না! কিন্তু এশ্বর্য কখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতেন না।''
advertisement