Cake Mixing| Tollywood|| বড়দিন আসছে...হাতে গ্লাভস, স্যান্টাক্লজের টুপিতে সেজে কেক বানালেন সায়ন্তনী-ফলক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Cake Mixing Ceremony: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, ফলক রশিদ রায়, কোরিওগ্রাফার সুদর্শন, লোকগীতি শিল্পী দীপান্বিতা আচার্য ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়।
advertisement
advertisement
*এর আগে কেক বানানোর পদ্ধতিতে খুব একটা জড়িত থাকার উপায় ছিল না। কিন্তু এখন বিভিন্ন রেস্তোঁরা ও ফুড জয়েন্ট-এ কেক মিক্সিং সেরিমনি হওয়ায় তা সম্ভব হয়েছে। সম্প্রতি হয়ে গেল রাজারহাট আইবিআইএস-র কেক মিক্সিং সেরিমনি। জাঁকজমক করেই হয়েছিল আয়োজন। উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, ফলক রশিদ রায়, কোরিওগ্রাফার সুদর্শন, লোকগীতি শিল্পী দীপান্বিতা আচার্য ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়। অতিথিরাও বেজায় খুশি, এরকম অনুষ্ঠানের অংশ হয়ে।
advertisement
advertisement
*১৭ দশকের ইউরোপীয় দেশগুলোতে প্রথম শুরু হয়েছিল কেক মিক্সিং এর অনুষ্ঠান। এই সমস্ত দেশে, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম ও ড্রাই ফ্রুটের ফলন হত শীতকালে। সেই চাষের ফসল তোলা হত শীতের সময়। তাই প্রচুর বাদাম ও ড্রাই ফ্রুট নিয়ে কেক বানানো চালু করেন এই সকল দেশের মানুষ এবং সেই প্রথা ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানান অংশে। এখন খাস কলকাতাতেও চল শুরু হয়েছে এই অভিনব উৎসবের।