Actress Marriage: তিনটে তো কোন ছাড়, পাঁচ-পাঁচটি বিয়ে করেছেন এই অভিনেত্রী! নায়িকার রূপ-যৌবনের ছটায় ঘায়েল হন পুরুষরা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Actress Marriage: টলিপাড়ায় যেমন শ্রাবন্তী আছেন, তেমনই বলিপাড়াতেও এমন এক নায়িকা রয়েছে যিনি বহুবার বিয়ের পিঁড়িতে বসেছেন।
advertisement
advertisement
advertisement
মীনার জন্ম ১৯২১ সালের ১৭ নভেম্বর। অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। চরম অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। শেষে তিন সন্তানের হাত ধরে মীনার মা চলে আসেন তৎকালীন বম্বে শহরে। বিয়ের পরে সেখানেই থাকতেন মীনার বড় দিদি ওয়াজির বেগম। তাঁর কাছেই থাকতে এলেন মীনারা তিন ভাইবোন এবং তাঁদের মা।
advertisement
বম্বে শহরে একদিন জামাইবাবুর সঙ্গে ছবির মহরৎ দেখতে গেলেন মীনা। ছবির নাম ছিল ‘সিকন্দর’। সুন্দরী মীনাকে পছন্দ হয় পরিচালক সোহরাব মোদির। তিনি তাঁকে ওই ছবিতেই অভিনয়ের সুযোগ দেন। ছবিতে তক্ষশীলার রাজার বোনের ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন খুরশিদ ওরফে মীনা। তাঁর নতুন নামকরণ করেছিলেন পরিচালক মোদি। সেই নামই রয়ে যায় তাঁর পরিচয় হিসেবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement