Vijay Devarakonda: দুর্ঘটনার পর কেমন আছেন নায়ক? বিজয় দেবেরকোন্ডার স্বাস্থ্য নিয়ে বড় আপডেট
- Written by:Trending Desk
- Published by:Pooja Basu
Last Updated:
ঘটনার খবর প্রকাশের পর পরই লাইগার তারকা নিজের স্বাস্থ্য সম্পর্কে ভক্তদের আপডেট দেওয়ার জন্য এক্স-এ পোস্ট করেন।
৬ অক্টোবর, ২০২৫ তারিখ, সোমবার এক সড়ক দুর্ঘটনার পর অভিনেতা বিজয় দেবেরকোন্ডা তাঁর ভক্তদের আশ্বস্ত করে নিজের হেল্থ আপডেট শেয়ার করেছেন। অভিনেতা বলেছেন যে যদিও তাঁর গাড়িটি ধাক্কা খেয়েছে, তিনি "ভাল আছেন"। তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে এই ঘটনাটি ঘটে, যখন তার লেক্সাস LM350h গাড়িটিকে পিছন থেকে আরেকটা গাড়ি ধাক্কা দেয়।
advertisement
advertisement
advertisement
তিনি লিখেছেন, “সব ঠিক আছে। গাড়িতে ধাক্কা লেগেছে, কিন্তু আমরা সবাই ঠিক আছি। জিমে দিয়ে স্ট্রেংথ ওয়ার্কআউট করেছি এবং এখনই বাড়ি ফিরে এসেছি। আমার মাথা ব্যথা করছে, কিন্তু বিরিয়ানি আর ঘুম ঠিক করতে পারে না এমন কিছু নেই। আপনাদের সকলকে আমার আন্তরিক আলিঙ্গন এবং ভালবাসা। দুর্ঘটনার খবরটিকে আপনাদের চাপে ফেলতে দেবেন না।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









