Bollywood Gossip: দীপিকার সঙ্গে বিয়ের ছবি কেন মুছলেন? মুখ খুললেন রণবীর সিং, প্রথম সন্তান জন্মের আগেই জানিয়ে দিলেন...

Last Updated:
Why Ranveer Singh Deletes Wedding Pics With Deepika: সেপ্টেম্বরে আসেছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান৷ তার মধ্যেই এই আচরণ রণবীরের৷ সকলেই যেন অবাক হয়ে গেল!
1/6
হঠাৎ করে দীপিকার সঙ্গে বিয়ের ছবি মুছে দিলেন রণবীর সিং! সেপ্টেম্বরে আসেছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান৷ তার মধ্যেই এই আচরণ রণবীরের৷ সকলেই যেন অবাক হয়ে গেল!
হঠাৎ করে দীপিকার সঙ্গে বিয়ের ছবি মুছে দিলেন রণবীর সিং! সেপ্টেম্বরে আসেছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান৷ তার মধ্যেই এই আচরণ রণবীরের৷ সকলেই যেন অবাক হয়ে গেল!
advertisement
2/6
কী হয় দুই মহা তারকার মধ্যে? বিয়ের ছবি মুছে কী বলতে চাইলেন রণবীর৷ এই নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছে৷ তাঁদের মধ্যে সম্পর্কে কী কোনও সমস্যা তৈরি হয়েছে? দু’জনের কী মনমালিন্য থেকে বিচ্ছেদ হতে চলেছে? এই প্রশ্নও উঠেছে বলিউডের আনাচে কানাচে৷
কী হয় দুই মহা তারকার মধ্যে? বিয়ের ছবি মুছে কী বলতে চাইলেন রণবীর৷ এই নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছে৷ তাঁদের মধ্যে সম্পর্কে কী কোনও সমস্যা তৈরি হয়েছে? দু’জনের কী মনমালিন্য থেকে বিচ্ছেদ হতে চলেছে? এই প্রশ্নও উঠেছে বলিউডের আনাচে কানাচে৷
advertisement
3/6
২০১৮ সালে ঘটা করে বিয়ে হয় দুই তারকার৷ দুই বাড়ির দুই মতে বিয়ে হয় দীপিকা-রণবীরের৷ কোঙ্কনি এবং সিন্ধি মতে দীপিকা-রণবীরের বিয়ের ছবি ভাইরাল হয়৷ অপূর্ব দেখাচ্ছিল দু’জনকে৷বিয়ের ৬ বছর পর তাঁদের সংসারে খুশির খবর৷
২০১৮ সালে ঘটা করে বিয়ে হয় দুই তারকার৷ দুই বাড়ির দুই মতে বিয়ে হয় দীপিকা-রণবীরের৷ কোঙ্কনি এবং সিন্ধি মতে দীপিকা-রণবীরের বিয়ের ছবি ভাইরাল হয়৷ অপূর্ব দেখাচ্ছিল দু’জনকে৷বিয়ের ৬ বছর পর তাঁদের সংসারে খুশির খবর৷
advertisement
4/6
এখন দীপিকার বেবি বাম্প কিছুটা হলেও স্পষ্ট৷ এর মধ্যে রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছে৷ দীপিকার খেয়াল নিতে দেখা গিয়েছে স্বামী রণবীরকে৷ কিন্তু এর মধ্যেই রণবীরের এক পদক্ষেপে সব সমীকরণ যেন ওলটপালট হয়ে গেল৷ কিসের ইঙ্গিত দিলেন রণবীর সিং?
এখন দীপিকার বেবি বাম্প কিছুটা হলেও স্পষ্ট৷ এর মধ্যে রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছে৷ দীপিকার খেয়াল নিতে দেখা গিয়েছে স্বামী রণবীরকে৷ কিন্তু এর মধ্যেই রণবীরের এক পদক্ষেপে সব সমীকরণ যেন ওলটপালট হয়ে গেল৷ কিসের ইঙ্গিত দিলেন রণবীর সিং?
advertisement
5/6
এবার মুখ খুললেন রণবীর সিং৷ তাঁর টিম দিল এই গোটা ঘটনার ব্যখ্যা৷ নিজের ইনস্টাগ্রামের ১৩৩ পোস্টের মধ্যে আর নেই তাঁদের বিয়ের ছবি৷ তবে দীপিকার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে সেই ছবি৷
এবার মুখ খুললেন রণবীর সিং৷ তাঁর টিম দিল এই গোটা ঘটনার ব্যখ্যা৷ নিজের ইনস্টাগ্রামের ১৩৩ পোস্টের মধ্যে আর নেই তাঁদের বিয়ের ছবি৷ তবে দীপিকার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে সেই ছবি৷
advertisement
6/6
২০০৩ সালে প্রথম ছবি রয়েছে রণবীর সিং-এর৷ তাঁর টিম জানিয়েছে যে বিয়ের ছবি তিনি ডিলিট করেননি৷ তিনি আর্কাইভ করেছেন৷ অর্থাৎ সেই ছবি রয়েছে ইনস্টাগ্রামের আর্কাইভে৷ তিনি যখন চান তখনই সেই ছবি তিনি আবার রিপোস্ট করতে পারেন৷ তবে শুধু বিয়ের ছবি নয়, ২০২৩র অনেক ছবিই তিনি আর্কাইভ করেছেন৷
২০০৩ সালে প্রথম ছবি রয়েছে রণবীর সিং-এর৷ তাঁর টিম জানিয়েছে যে বিয়ের ছবি তিনি ডিলিট করেননি৷ তিনি আর্কাইভ করেছেন৷ অর্থাৎ সেই ছবি রয়েছে ইনস্টাগ্রামের আর্কাইভে৷ তিনি যখন চান তখনই সেই ছবি তিনি আবার রিপোস্ট করতে পারেন৷ তবে শুধু বিয়ের ছবি নয়, ২০২৩র অনেক ছবিই তিনি আর্কাইভ করেছেন৷
advertisement
advertisement
advertisement