এক কানাকড়িও দিতে চান না নিজের সন্তানকে, দুঃস্থ পড়ুয়াদের সাহায্যার্থে ৪০০০ কোটি টাকার বিপুল সম্পত্তি দান করছেন জনপ্রিয় এই অভিনেতা ! তাঁর পরিচয় জানলে অবাক হয়ে যাবেন

Last Updated:
Jackie Chan donates 400 Million USD to charity: নিজের বিপুল সম্পত্তির একটা কানাকড়িও নিজের সন্তানকে দেননি জ্যাকি চ্যান। বরং ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে ৪০০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছেন।
1/7
জগৎজোড়া নাম তাঁর। বিশেষ করে নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের প্রিয় অভিনেতা তো বটেই! ব্রুস লি এবং জেট লি-র পরে যদি কোনও চিনা অভিনেতা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে থাকেন, তাহলে তিনি হলেন জ্যাকি চ্যান। শুধু অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও অনবদ্য এই তারকা। আসলে নিজের বিপুল সম্পত্তির একটা কানাকড়িও নিজের সন্তানকে দেননি জ্যাকি। বরং ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে ৪০০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছেন।
জগৎজোড়া নাম তাঁর। বিশেষ করে নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের প্রিয় অভিনেতা তো বটেই! ব্রুস লি এবং জেট লি-র পরে যদি কোনও চিনা অভিনেতা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে থাকেন, তাহলে তিনি হলেন জ্যাকি চ্যান। শুধু অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও অনবদ্য এই তারকা। আসলে নিজের বিপুল সম্পত্তির একটা কানাকড়িও নিজের সন্তানকে দেননি জ্যাকি। বরং ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে ৪০০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছেন।
advertisement
2/7
এদিকে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সঙ্গে জ্যাকি চ্যানকে পরিচয় করানোর সমস্ত কৃতিত্ব Vijay TV-র। আসলে একটি ডাব করা ছবির মাধ্যমে জ্যাকি চ্যানকে পরিচয় করিয়েছে News18 Tamil। আর সপ্তাহান্তে এবং গরমের ছুটিতে ডাব করা এই ছবিটি সম্প্রচার করা হয় Vijay TV-তে। কিশোর সুলভ মিষ্টি হাসি, সিক্স-প্যাক দেহসৌষ্ঠব - সব মিলিয়ে নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের মনে স্থান করে নিয়েছিলেন জ্যাকি চ্যান। (File Photo)
এদিকে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সঙ্গে জ্যাকি চ্যানকে পরিচয় করানোর সমস্ত কৃতিত্ব Vijay TV-র। আসলে একটি ডাব করা ছবির মাধ্যমে জ্যাকি চ্যানকে পরিচয় করিয়েছে News18 Tamil। আর সপ্তাহান্তে এবং গরমের ছুটিতে ডাব করা এই ছবিটি সম্প্রচার করা হয় Vijay TV-তে। কিশোর সুলভ মিষ্টি হাসি, সিক্স-প্যাক দেহসৌষ্ঠব - সব মিলিয়ে নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের মনে স্থান করে নিয়েছিলেন জ্যাকি চ্যান। (File Photo)
advertisement
3/7
একজন শিশু শিল্পী হিসেবেই নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন জ্যাকি চ্যান। ব্রুস লি-র ছবিতে সাপোর্টিং অভিনেতা হিসেবে অভিনয় করতে শুরু করেন। প্রথম দিকে অবশ্য অ্যাকশনের দৃশ্যে সহায়কের ভূমিকাতেই দেখা যেত জ্যাকি চ্যানকে। কিন্তু কালক্রমে চিনের সবথেকে বড় অ্যাকশন হিরো হয়ে উঠেছিলেন তিনি। আর সবথেকে বড় কথা হল, কোনও চিনা অভিনেতা যদি হলিউডে ব্যাপক নাম-যশ অর্জন করে থাকেন, তাহলে তিনি হলেন জ্যাকিই। (File Photo)
একজন শিশু শিল্পী হিসেবেই নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন জ্যাকি চ্যান। ব্রুস লি-র ছবিতে সাপোর্টিং অভিনেতা হিসেবে অভিনয় করতে শুরু করেন। প্রথম দিকে অবশ্য অ্যাকশনের দৃশ্যে সহায়কের ভূমিকাতেই দেখা যেত জ্যাকি চ্যানকে। কিন্তু কালক্রমে চিনের সবথেকে বড় অ্যাকশন হিরো হয়ে উঠেছিলেন তিনি। আর সবথেকে বড় কথা হল, কোনও চিনা অভিনেতা যদি হলিউডে ব্যাপক নাম-যশ অর্জন করে থাকেন, তাহলে তিনি হলেন জ্যাকিই। (File Photo)
advertisement
4/7
অ্যাকশনে ঠাসা কমেডির মাধ্যমেই নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের মুখে হাসি ফুটিয়েছিলেন অভিনেতা। বর্তমানে সত্তর বছর বয়স হয়েছে তাঁর। আর এই বৃদ্ধ বয়সেও নিজেকে দারুণ ফিট রেখেছেন তিনি। এমনকী ছবিতেও অভিনয়ের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকি চ্যান। এর মধ্যে অন্যতম হল - ‘দ্য ড্রাগন মাস্টার’, ‘পুলিশ স্টোরি’, ‘ড্রাগন ফিস্ট’, ‘দ্য মিথ’ এবং ‘দ্য ক্যারাটে কিড’। এবার তিনি ‘দ্য ক্যারাটে কিড পার্ট ২’-এ অভিনয় করছেন তিনি। (File Photo)
অ্যাকশনে ঠাসা কমেডির মাধ্যমেই নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের মুখে হাসি ফুটিয়েছিলেন অভিনেতা। বর্তমানে সত্তর বছর বয়স হয়েছে তাঁর। আর এই বৃদ্ধ বয়সেও নিজেকে দারুণ ফিট রেখেছেন তিনি। এমনকী ছবিতেও অভিনয়ের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকি চ্যান। এর মধ্যে অন্যতম হল - ‘দ্য ড্রাগন মাস্টার’, ‘পুলিশ স্টোরি’, ‘ড্রাগন ফিস্ট’, ‘দ্য মিথ’ এবং ‘দ্য ক্যারাটে কিড’। এবার তিনি ‘দ্য ক্যারাটে কিড পার্ট ২’-এ অভিনয় করছেন তিনি। (File Photo)
advertisement
5/7
ইতিমধ্যেই খবরে প্রকাশিত হয়েছে যে, জ্যাকি চ্যান নিজের ১০ কোটি টাকার সম্পত্তি দান করবেন। তবে দরিদ্রদের সাহায্য করার জন্য নিজের ফাউন্ডেশনে ইতিমধ্যেই ৪০০০ কোটি টাকা দিয়েছেন। প্রসঙ্গত, নিজের নামে একটি ফাউন্ডেশন চালান জ্যাকি চ্যান। মূলত বিপর্যয়ের ক্ষেত্রে ত্রাণ এবং শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করে তাঁর এই ফাউন্ডেশন। যদিও আশা করা হয়েছিল যে, তিনি নিজেের ১০০ কোটি টাকার সম্পত্তি দান করবেন। (File Photo)
ইতিমধ্যেই খবরে প্রকাশিত হয়েছে যে, জ্যাকি চ্যান নিজের ১০ কোটি টাকার সম্পত্তি দান করবেন। তবে দরিদ্রদের সাহায্য করার জন্য নিজের ফাউন্ডেশনে ইতিমধ্যেই ৪০০০ কোটি টাকা দিয়েছেন। প্রসঙ্গত, নিজের নামে একটি ফাউন্ডেশন চালান জ্যাকি চ্যান। মূলত বিপর্যয়ের ক্ষেত্রে ত্রাণ এবং শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করে তাঁর এই ফাউন্ডেশন। যদিও আশা করা হয়েছিল যে, তিনি নিজেের ১০০ কোটি টাকার সম্পত্তি দান করবেন। (File Photo)
advertisement
6/7
গত বছর একটি অনুষ্ঠানে অভিনেতা ঘোষণা করেছিলেন যে, নিজের সম্পত্তি তিনি পুত্রকে দান করবেন না। এর কারণ হিসেবে তিনি বলেন যে, আমার পুত্র যদি প্রতিভাবান হয়, তাহলে ও নিজেরটা রোজগান করে নেবে। নাহলে ও আমার সঞ্চিত সম্পদ অপচয় করবে। (File Photo)
গত বছর একটি অনুষ্ঠানে অভিনেতা ঘোষণা করেছিলেন যে, নিজের সম্পত্তি তিনি পুত্রকে দান করবেন না। এর কারণ হিসেবে তিনি বলেন যে, আমার পুত্র যদি প্রতিভাবান হয়, তাহলে ও নিজেরটা রোজগান করে নেবে। নাহলে ও আমার সঞ্চিত সম্পদ অপচয় করবে। (File Photo)
advertisement
7/7
নিজের ফাউন্ডেশনকেই ৪০০০ কোটি টাকা দান করেছেন জ্যাকি চ্যান। বরাবরই নিজের সম্পত্তি দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা অভিনেতার কাছ থেকে আসেনি। আসলে বছর কয়েক আগে তাঁর মতামতের ভিত্তিতেই এই খবর ছড়িয়েছে। (File Photo)
নিজের ফাউন্ডেশনকেই ৪০০০ কোটি টাকা দান করেছেন জ্যাকি চ্যান। বরাবরই নিজের সম্পত্তি দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা অভিনেতার কাছ থেকে আসেনি। আসলে বছর কয়েক আগে তাঁর মতামতের ভিত্তিতেই এই খবর ছড়িয়েছে। (File Photo)
advertisement
advertisement
advertisement